কক্ষীয় নতি

প্রসঙ্গতল ও কক্ষতলের মধ্যবর্তী কোণ
(কাক্ষিক আনতি থেকে পুনর্নির্দেশিত)

কোন গ্রহ, গ্রহাণু বা ধূমকেতুর কক্ষতলের সাথে ভূ-কক্ষ যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত গ্রহ, গ্রহাণু বা ধূমকেতুর নতি (Inclination) বলা হয়। কিন্তু উপগ্রহের ক্ষেত্রে এর কক্ষতল এবং বিষুবতলের অন্তবর্তী কোণকে তার নতি বলা হয়।

নতি ও কক্ষপথের অন্যান্য রাশিসমূহের চিত্র