কাউছ মিয়া

বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী

কাউছ মিয়া বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী এই ব্যবসায়ী ২০ বার সেরা করদাতা নির্বাচিত হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে মুজিববর্ষের সেরা করদাতা সম্মাননা দিয়েছিল।[১] [২]

কাউছ মিয়া
জন্ম১৯৩১
জাতীয়তাবাংলাদেশী
পেশাব‍্যবসায়ী
পরিচিতির কারণপ্রতিষ্ঠাতা, হাকিমপুরী জর্দা
উপাধিচেয়ারম্যান, হাকিমপুরী জর্দা

প্রাথমিক জীবন সম্পাদনা

বাবা মরহুম আব্বাস আলী মিয়া ও মাতা মরহুমা মোসাম্মৎ ফাতেমা খাতুন এর ঘরে চাঁদপুর জেলার (ব্রিটিশ আমলের ত্রিপুরা জেলা) রাজরাজেশ্বর গ্রামে ১৯৩১ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন কাউছ।[৩]


ব্যবসা জীবন সম্পাদনা

কাউছ মিয়া ১৯৫০ সালে চাঁদপুরের পুরানবাজারে স্টেশনারি ব্যবসা দিয়ে তাঁর ব্যবসা জীবন শুরু করেন। সে সময়ে তার ৬টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল। পরে ধীরে ধীরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, বিস্কিট ও সাবানের মতো পন্যের স্থানীয় এজেন্ট হয়ে যান। ২০ বছর ধরে কাউছ মিয়া চাঁদপুরেই ব্যবসা করেন। ১৯৭০ সালে নারায়ণগঞ্জ শহরে তামাকের ব্যবসা শুরু করেন। তামাকের ব্যবসার মুনাফা থেকে তিনি বর্তমানে ৩০-৪৫ রকমের ব্যবসার সাথে জড়িত।[৪] [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চাঁদপুরের কাউছ মিয়া ২০ বার সেরা করদাতা"jugantor। ২২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ 
  2. "জাতীয়ভাবে কর কার্ড পেল ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান"prothomalo.com। ২৯ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ 
  3. "সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া"dailyjanakantha.com। ২১ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ 
  4. "জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া আবারও সেরা"prothomalo.com। ২৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ 
  5. "কাউছ মিয়া এবারও সেরা করদাতা"dailyinqilab.com। ১৯ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০২৩