কাইজার চৌধুরী

বাংলাদেশী লেখক

কাইজার চৌধুরী (জন্ম:১৫ নভেম্বর ১৯৪৯) বাংলাদেশী লেখক,ব্যাংকার[]। ২০১৩ সালে শিশু সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান[]

কাইজার চৌধুরী
জন্ম (1949-11-15) ১৫ নভেম্বর ১৯৪৯ (বয়স ৭৫)
ঢাকা জেলা, মাহুতটুলি গ্রাম
জাতীয়তাবাংলাদেশী
পেশাকবি, লেখক,ব্যাংকার
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৩)

শৈশব ও পড়ালেখা

সম্পাদনা

১৯৪৯ সালের ১৫ ই নভেম্বর ঢাকা জেলার মহুতটুলিতে গ্রামে জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। তাঁর বাবা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর আমিনুল হক চৌধুরী, মা নূর-ই–আক্তার বানু গৃহিণী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্মাতক ও স্মাতকত্তোর ডিগ্রী অর্জন করেন।[] তার বোন অভিনয়শিল্পী মিতা চৌধুরী (১৯৫৮-২০২৩)।

কর্মজীবন

সম্পাদনা

কাইজার চৌধুরী ১৯৭৫ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।২০০৫ সালে এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। ২০১১ সালে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।[]

সাহিত্যকর্ম

সম্পাদনা
  1. ভূতের খোজে
  2. স্বপনের মাউথ অর্গান
  3. তুলি ও চিল
  4. চোরাগঞ্জের গল্প
  5. কিশোর সমগ্র ১
  6. কিশোর সমগ্র ২
  7. কিশোর সমগ্র ৪
  8. কিশোর সমগ্র ৫
  9. বিল্টু মামার আরেক কাণ্ড
  10. শোভনের একাত্তর
  11. পিচ্চির রাঙ্গামামু ও আমার গল্পের দৌড়
  12. বিল্টু মামার ক্যামেরা
  13. ঘটেছিল একাত্তর
  14. অন্য কিশোর
  15. ন্যাড়ার বাড়ির ভূত
  16. চোর ডাকাতের গল্প
  17. বিল্টু মামার সমগ্র
  18. ভূতরে ডাকাত বনাম হারকিপটে বুড়া
  19. একাত্তরের রুপকথা
  20. তিন মূর্তির গল্প
  21. একাত্তরের একদিন
  22. আমাদের একাত্তর
  23. পুরানো সেই ভূতের কথা
  24. লালু এখন ভালো হয়ে গেছে
  25. গল্প আর ছয়
  26. চোরের গল্প ভুতের গল্প
  27. গল্প আরও পাচ
  28. সপ্ত ভুতের সপ্ত কাণ্ড
  29. ছটা গল্পের ছটা
  30. গায়ের নাম রুমঝুমুর
  31. দশটা দশ রকম
  32. ভূত আছে ভূত নেই
  33. রাজুর নির্বাচিত বিড়ম্বনা
  34. রাজুর নির্বাচিত বিড়ম্বনা-২
  35. কিশোর মুক্তিযোদ্ধা সমগ্র-১
  36. ভয় পায় ভুতেরাও
  37. পাখির খুজে
  38. বিল্টু মামার গাড়ি
  39. বিল্টু মামার যত কাণ্ড
  40. গোয়েন্দা সাজলো বিল্টু মামা
  41. ভূত চেনা সহজ নয়
  42. শহরে এক বাঘ এসেছিল
  43. পাচ গল্প মজাদার
  44. হাসির ছক্কা
  45. হাতেখড়ি
  46. রাজুর নবম বিড়ম্বনা
  47. ছাপাখানায় ভূত
  48. একাত্তরের ছেলেরা
  49. ভয় আছে ভূতের ও
  50. পুরোনো সেই ভূতের কথা
  51. অভূতপূর্ব

পুরস্কার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কাইজার চৌধুরী পুনরায় এবি ব্যাংকের এমডি"। ২০২০-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  2. "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  3. "আনন শিশু সাহিত্য পুরস্কার ২০১৮ পাচ্ছেন কাইজার চৌধুরী"। ৬ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  4. "কাইজার এ চৌধুরী এবি ব্যাংকের এমডি পুনর্নিযুক্ত"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  5. "কাইজার ও সাগর পাচ্ছেন চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  6. "সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  7. "আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন কাইজার চৌধুরী"। ৬ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০