কলকাতা বিআরটিএস

কলকাতার বাস পরিবহন

কলকাতা বিআরটিএস হল কলকাতা নগর অঞ্চলের জন্য প্রস্তাবিত একটি দ্রুত বাস পরিবহন ব্যবস্থা। উল্টডাঙ্গা থেকে ই এম বাইপাস হয়ে গড়িয়া পর্যন্ত এই ব্যবস্থা গড়া হবে।২০১৩ সালের মধ্য এই ব্যবস্থা চালু হবার কথা থাকলেও এর কাজ এখনো শুরু হয়নি ফলে ২০১৮ আগে এই ব্যবস্থা চালু করা সম্ভব হবেনা।[]

কলকাতা বিআরটিএস
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়কলকাতা নগর উন্নয়ন নিগম (কেএমডিএ)
অবস্থানকলকাতা,পশ্চিমবঙ্গ
পরিবহনের ধরনদ্রুত বাস পরিবহন
লাইনের (চক্রপথের)
সংখ্যা
১ টি
চলাচল
চালুর তারিখ২০১৮ (অনুমান করা হচ্ছে)
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১৫.৫ কিলোমিটার (৯.৬ মাইল)

কলকাতা বিআরটিএস উল্টডাঙ্গা থেকে শুরু করে নারকেলডাঙ্গা, চিংড়িহাটা, পাটুলিহয়ে গড়িয়া যাবে।এই ব্যবস্থার দৈর্ঘ্য হবে ১৫.৫ কিলোমিটার।

তথ্যসূত্র

সম্পাদনা