কর্নেল ওয়াইল্ড (ইংরেজি: Cornel Wilde; ১৩ অক্টোবর ১৯১২ - ১৬ অক্টোবর ১৯৮৯)[] ছিলেন একজন হাঙ্গেরীয়-মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৩৫ সালে ব্রডওয়ে মঞ্চে কাজের মধ্য দিয়ে তার অভিনয়ে অভিষেক হয়। ১৯৩৬ সালে তিনি কয়েকটি চলচ্চিত্রে ক্ষুদ্র ভূমিকায় অভিনয় করেন। ১৯৪০-এর দশকে তিনি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সাথে চুক্তিবদ্ধ হন এবং ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রধান অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। ১৯৪৫ সালের আ সং টু রিমেম্বার চলচ্চিত্রে ফ্রেদেরিক শোপাঁ চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৫০-এর দশকে তিনি লেখনী, প্রযোজনা ও পরিচালনায় মনযোগী হন এবং অভিনয়ও চালিয়ে যান।

কর্নেল ওয়াইল্ড
Cornel Wilde
বিগ কম্বো-এ ওয়াইল্ড
জন্ম
কর্নেল লাইয়োস ভাইৎস

(১৯১২-১০-১৩)১৩ অক্টোবর ১৯১২[]
প্রিভিজিয়ে, হাঙ্গেরি (বর্তমান প্রিভিদজা, স্লোভাকিয়া)
মৃত্যু১৬ অক্টোবর ১৯৮৯(1989-10-16) (বয়স ৭৭)
মৃত্যুর কারণলুকেমিয়া
সমাধিওয়েস্টউড মেমোরিয়াল পার্ক সেমেটারি
অন্যান্য নামক্লার্ক ওয়েলস, জেফারসন প্যাসকেল
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৩৫-১৯৮৭
দাম্পত্য সঙ্গীপ্যাট্রিশিয়া নাইট (বি. ১৯৩৭; বিচ্ছেদ. ১৯৫১)
জিন ওয়ালেস (বি. ১৯৫১; বিচ্ছেদ. ১৯৮১)
সন্তান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. United States Census 1930; Manhattan, New York, New York; Roll: 1576; Page: 9B; Enumeration District: 1009; Image: 1057.0. This record dated April 9, 1930, gives Wilde's birthplace as Hungary and his birth year as approximately 1912।
  2. "Actor-Director Cornel Wilde Dies at 74"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ১৬ অক্টোবর ১৯৮৯। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা