কারিশমা কাপুর

ভারতীয় অভিনেত্রী
(করিশমা কাপুর থেকে পুনর্নির্দেশিত)

কারিশমা কাপুর (হিন্দি: करिश्मा कपूर; জন্ম: ২৫ জুন ১৯৭৪) অনানুষ্ঠানিকভাবে লোলো হিসেবে ডাকা হয়, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। কাপুর পরিবারের সদস্য হিসেবে তিনি অভিনেতা রণধীর কাপুর এবং ববিতার প্রথম কন্যা। কাপুর ১৯৯১ সালে, সতের বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে।[] পরবর্তীকালে তিনি বিভিন্ন বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন, এর মধ্যে রয়েছে, জিগর (১৯৯২), আনাড়ি (১৯৯৩), রাজা বাবু (১৯৯৪), সুহাগ (১৯৯৪), কুলি ন. ১, গোপী কিষাণ (১৯৯৪), সাজান চালে শাশুড়াল (১৯৯৬) এবং জীত (১৯৯৬)।[]

কারিশমা কাপুর
करिश्मा कपूर
২০১৬ সালে টিওআইএফএ-তে কারিশমা
জন্ম
কারিশমা কাপুর

(1974-06-25) জুন ২৫, ১৯৭৪ (বয়স ৫০)
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯১–২০০৩, ২০০৮–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
নিচে দেখুন
দাম্পত্য সঙ্গীসঞ্জয় কাপুর (বি. ২০০৩; তালাকপ্রাপ্ত[] ২০১৪)
পিতা-মাতা
আত্মীয়কাপুর পরিবার
পুরস্কারনিচে দেখুন

১৯৯৬ সালে, কাপুর তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্য রাজা হিন্দুস্তানী চলচ্চিত্রের জন্যে প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন, এবং পরবর্তীতে দিল তো পাগল হ্যায় (১৯৯৭) রোমান্টিক নাট্য চলচ্চিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত হন ফিজা (২০০০) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্যে এবং জুবেইদা (২০০১) চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ফলে, কাপুর হিন্দি চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাকে বলিউডের সবচেয়ে সুন্দর নারী এবং যৌন আবেদনের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।[][]

প্রাথমিক জীবন

সম্পাদনা
 
২০০৩ সালে মা ববিতা শিবদাসানি ও ছোট বোন কারিনা কাপুরের সাথে কারিশমা (মধ্যে)।

কারিশমা ১৯৭৪ সালের ২৫শে জুন মুম্বই শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা অভিনেতা রণধীর কাপুর ও মাতা অভিনেত্রী ববিতা শিবদাসানি। তার ছোট বোন কারিনা কাপুরও একজন অভিনেত্রী। তার পিতামহ ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর তার কাকা এবং অভিনেত্রী নীতু সিং ও উদ্যোক্তা রিতু নন্দা তার কাকী। তার কাকাতো ভাই অভিনেতা রণবীর কাপুর, আরমান জৈন ও আদর জৈন এবং ব্যবসায়ী নিখিল নন্দ। অভিনেতা শাম্মী কাপুরশশী কাপুর তার পিতামহের ভাই এবং অভিনেত্রী সাধনা শিবদাসানি তার মায়ের পিসি। বাড়িতে তাকে অনানুষ্ঠানিকভাবে "লোলো" নামে ডাকা হয়। কারিশমার মতে, "লোলো নামটি তার মায়ের পছন্দের ইতালীয় অভিনেত্রী জিনা লোল্লোব্রিজিদার নাম থেকে নেওয়া হয়েছে। তার পিতামহ ও মাতামহ উভয়ই পেশওয়ার, ল্যায়ল্লপুর ও করাচি থেকে আগত, যারা ভারত বিভাগের পর চলচ্চিত্র কর্মজীবনের লক্ষ্যে বোম্বেতে আসেন। কাপুর তার পিতার দিক থেকে হিন্দু পাঞ্জাবি বংশোদ্ভূত এবং মাতার দিক থেকে সিন্ধি ও ব্রিটিশ বংশোদ্ভূত। তিনি মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

কর্মজীবন

সম্পাদনা

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

নির্বাচিত চলচ্চিত্র

সম্পাদনা

পুরস্কার এবং সম্মাননা

সম্পাদনা

কারিশমা একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি আইফা পুরস্কার এবং একটি জি সিনে পুরস্কার অর্জন করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Finalised, Karisma। "Karisma Kapoor's divorce reportedly finalised, Saif by her side"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "করিশমা কাপুর"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০১৪ 
  3. "করিশমা কাপুর: জীবনী"। koimoi.com। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০১৪ 
  4. "Karishma Kapoor is Gorgeous in Gold for Vikram Phadnis"। missmalini.com। আগস্ট ২৭, ২০১৩। সংগ্রহের তারিখ আগস্ট ২৪, ২০১৪ 
  5. "এ সপ্তাহের তারকা"। rediff.com। ২০০২। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা