ক্যাম্বোডিয়ার ১ কোটি ২০ লক্ষ জনগণের প্রায় ৯৫% লোক খমের ভাষা তথা ক্যাম্বোডীয় ভাষাতে কথা বলে।[১] তবে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যায় ভিয়েতনামীয়চীনা জাতির লোক আছেন যারা নিজ ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছেন। এছাড়াও এখানে অনেক আদিবাসী সম্প্রদায় আছে যারা মন-খমের ভাষাগুলির বিভিন্ন উপভাষায় কথা বলে। এছাড়া বিদেশী ভাষা, যেমন- সংস্কৃত, পালি, ফরাসি, থাই, ও ইংরেজি ভাষা খমের ভাষার শব্দভাণ্ডারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

কম্বোডিয়ার ভাষা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Haiman, John. (২০১১)। Cambodian : Khmer। Amsterdam: John Benjamins Pub. Co। আইএসবিএন 978-90-272-8502-7ওসিএলসি 758491354 

বহিঃসংযোগ সম্পাদনা