কবিতা (পাকিস্তানি অভিনেত্রী)
নাসরিন রিজভি[১] হলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী যিনি তেরে মেরে সপ্নে (১৯৭৫), সোসাইটি গার্ল, মোহব্বত অউর মেহঙ্গাই (১৯৭৬),[২] কভি কভি (১৯৭৮), মুঠি ভর চাওয়াল (১৯৭৮), মিয়া বিবি রাজি (১৯৮২) এবং কসম (১৯৯৩) চলচ্চিত্রের জন্য সুখ্যাতিপ্রাপ্ত। চিত্রজগতে তিনি কবিতা নামেই সমধিক পরিচিত।[৩]
তিনি বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর বড় বোন প্রখ্যাত অভিনেত্রী সঙ্গীতা প্রযোজিত এবং পরিচালিত চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ১৯৭৪ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিজের ১৮ বছরের কর্মজীবনে প্রায় ৭০টি চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৯৩ সালে তিনি পাকিস্তানি চলচ্চিত্র শিল্প ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন।[৩]
সম্পর্কে তিনি ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী জিয়া খানের খালা হন।
পুরস্কার
সম্পাদনাকবিতা ২টি নিগার পুরস্কার জিতেছিলেন। প্রথমটি পেয়েছিলেন তেরে মেরে সপ্নে (১৯৭৫) চলচ্চিত্রের জন্য এবং দ্বিতীয়টি পেয়েছিলেন ১৯৭৬ সালে সোসাইটি গার্ল চলচ্চিত্রে 'সেরা পার্শ্ব অভিনেত্রী' হিসেবে আভিনয়ের জন্য।
নির্বাচিত চলচ্চিত্র
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The unforgettable iconic queens of 70s cinema" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩।
- ↑ ক খ Kaveeta's filmography on Complete Index To World Film (CITWF) website Retrieved 24 January 2019
- ↑ ক খ গ Profile of actress Kaveeta on urduwire.com website Retrieved 24 January 2019
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কবিতা (ইংরেজি)