কবিতা গোয়াত

ভারতীয় বক্সার

কবিতা গোয়াত (জন্ম ১৫ই আগস্ট ১৯৮৮) ভারতের একজন মহিলা বক্সার। তিনি ৬৯-৭৫ কেজি ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন । চীনের কুয়াংচৌতে অনুষ্ঠিত ২০১০ এশিয়ান গেমসে কবিতা ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[১] ২০১০ সালে এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনের জিনজি লির[২] ১:৩ পয়েন্টে পরাজিত হন।

কবিতা গোয়াত
জন্ম (1988-08-15) ১৫ আগস্ট ১৯৮৮ (বয়স ৩৫)
সিসার-খারবালা, হরিয়ানা, ভারত
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
পেশামুষ্টিযোদ্ধা মহিলাদের ৬৯ কেজি
উচ্চতা১৭২.৭২ সেমি (৫ ফু ৮.০০ ইঞ্চি)
কবিতা গোয়াত
পদক রেকর্ড
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ কুয়াংচৌ মহিলাদের ৬৯-৭৫ কেজি
এশিয়ান ইন্ডোর গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ হ্যানয় Women's 69-75kg

বক্সিং ক্যারিয়ার সম্পাদনা

কবিতা গোয়াতের বর্তমান কোচ অনুপ কুমার। এর আগে তিনি রাজ সিং-য়ের কাছে প্রশিক্ষণ নিতেন।[৩]

২০১৭ সালে সার্বিয়ান শহরে তার ষষ্ঠ নেশনস কাপ চলাকালীন, কবিতা গোয়াত সেমিফাইনালের সময় চোট পেয়েছিলেন, যার কারণে তাকে তৃতীয় স্থানে স্থির থাকতে হয়েছিল।[৪] কবিতা এর আগে হ্যানয় এশিয়ান ইনডোর গেমসে স্বর্ণপদক জিতেছে,[৫] ২০০৯ সালে ৬৪ সালে মেরি কমের সাথে কেজি বিভাগে। এর পাশাপাশি জিতেছেন বেশ কয়েকটি জাতীয় শিরোপা।

চ্যাম্পিয়নশিপ এবং অন্যান্য কৃতিত্ব সম্পাদনা

কবিতা গোয়াত বিভিন্ন চ্যাম্পিয়নশিপে অসংখ্য স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছে।[৬]

সোনার পদকসমূহ সম্পাদনা

  • হ্যানয় এশিয়ান ইনডোর গেমস (2009)[৭]
  • 11 তম সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ (2010)
  • 12 তম সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ (2011)
  • 4র্থ আন্তঃ-জোনাল মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ (2012)
  • 11 তম সিনিয়র মহিলা হরিয়ানা রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ (2010)
  • 12 তম সিনিয়র মহিলা হরিয়ানা রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ (2011)
  • 14 তম সিনিয়র মহিলা হরিয়ানা রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ (2015)

রৌপ্য পদক সম্পাদনা

  • 9ম সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ (2008)
  • ফেডারেশন কাপ মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ (2009)
  • 10 তম সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ (2009)
  • 13 তম সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ (2012)
  • 16 তম সিনিয়র (এলিট) মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ (2015)

ব্রোঞ্জ পদক সম্পাদনা

  • 14 তম সিনিয়র মহিলা বক্সিং প্রতিযোগিতা (2013)
  • এশিয়ান গেমস (2010)
  • এনসি শর্মা মেমোরিয়াল ফেডারেশন কাপ মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ (2009)[৭]

তিনি হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ওম প্রকাশ এবং স্মত্রা দেবীর ঘরে।[৩] তার শখের মধ্যে রয়েছে গেম খেলা এবং পড়াশোনা করা।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "- Women 64 Kg Results"। ১৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  2. "Kavita ends up with bronze in Asiad women s boxing"mid-day (ইংরেজি ভাষায়)। ২০১০-১১-২৪। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  3. "Indian Boxing Federation Boxer Details"www.indiaboxing.in। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  4. "Indian Women Boxers Shine At Nations Cup In Serbia; Win Six Medals"The Logical Indian (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  5. - Women boxers do India proud at Asian Indoor games
  6. "Indian Boxing Federation Boxer Details"www.indiaboxing.in। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭ 
  7. "Kavita Goyat"veethi.com। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৭