কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়

কৃষ্ণনগরে অবস্থিত একটি সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কৃষ্ণনগরে অবস্থিত একটি সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়[১] পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ২০২০ সালের ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[২][৩] এই বিশ্ববিদ্যালয়ে মানবিক ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ক বিভিন্ন শাখায় শিক্ষা প্রদান করা হয়।[৪] এই বিশ্ববিদ্যালয়টি “কন্যাশ্রী ইউনিভার্সিটি” নামেও পরিচিত।

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যনারীর ক্ষমতায়ন
ধরনসরকারি
স্থাপিত২০২০ (৪ বছর আগে) (2020)
আচার্যজগদীপ ধনখর
উপাচার্যমিতা বন্দ্যোপাধ্যায়
অবস্থান, ,
ভারত
ওয়েবসাইটwww.kanyashreeuniversity.ac.in উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

কৃষ্ণনগরে শুধুমাত্র মেয়েদের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির কথা প্রথম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ২০১৯ সালের ১০ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন।[৫] বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং নভেম্বর মাস থেকে অনলাইনে প্রথমবারের জন্য ভর্তি প্রক্রিয়াও শুরু হয়।[৬] ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কৃষ্ণনগর মহিলা কলেজে অস্থায়ী ভাবে পঠনপাঠন শুরু হয়।

শিক্ষা প্রাঙ্গণ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গণটি কৃষ্ণনগর শহরে কৃষ্ণনগর সরকারি কলেজে অবস্থিত। এখানে বাংলা, ইংরেজি শিক্ষা ও ইতিহাস বিভাগের দ্বারা দ্বারা যথাক্রমে বাংলা, ইংরেজি, শিক্ষা ও ইতিহাস বিষয়ে শিক্ষা ও এমএ ডিগ্রি প্রদান করা হয়।[৭]

সংস্থা ও প্রশাসন সম্পাদনা

শাসন সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক আধিকারিকদের একটি পর্ষদ দ্বারা পরিচালিত হয়। পর্ষদটি বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজসমূহের কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের তহবিল পর্যবেক্ষণ করেন। মিতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রথম ও বর্তমান উপাচার্য।[৬][৮]

বিভাগ সম্পাদনা

বিশ্ববিদ্যালয় ৮ টি বিভাগ রয়েছে। বিভাগসমূহ - বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, শিক্ষা বিভাগ, ইতিহাস বিভাগ, ভুগল বিভাগ, আইন বিভাগ, খাদ্য ও পুষ্টি বিভাগ ও সমাজকর্ম বিভাগ।[৭][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kanyashree University" 
  2. "Kanyashree University will celebrate it's first Foundation Day on the 2nd of January, 2021 online." (পিডিএফ) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Kanyashree University" 
  4. "women's university" 
  5. "কলেজ মাঠে বিশ্ববিদ্যালয়"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 
  6. "নভেম্বরেই ভর্তি শুরু কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ৩০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 
  7. "কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ৪ বিষয়ে MA পড়া যাবে, ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভর্তি"। www.eisamay.indiatimes.com। এই সময়। ২৯ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 
  8. "From Vice Chancellor's Desk"। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Departments"। ২০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা