কন্ধমাল জেলা

ওড়িশার একটি জেলা

কন্ধমাল জেলা(ওড়িয়া: କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. কন্ধমাল জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৭ই পৌষ ১৪০০ বঙ্গাব্দে(২রা জানুয়ারি ১৯৯৪ খ্রিষ্টাব্দে) পূর্বতন কন্ধমাল জেলাটি থেকে বৌধ মহকুমা জেলারূপে পৃথক করে নতুন কন্ধমাল জেলাটি গঠিত হয়৷ কন্ধমাল জেলাটি ওড়িশার দক্ষিণ ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর ফুলবাণী শহরে অবস্থিত এবং বলিগুডা মহকুমাফুলবাণী মহকুমা নিয়ে গঠিত৷

কন্ধমাল জেলা
କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় কন্ধমালের অবস্থান
ওড়িশায় কন্ধমালের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগদক্ষিণ ওড়িশা বিভাগ
সদরদপ্তরফুলবাণী
তহশিল১২
আয়তন
 • মোট৮,০২১ বর্গকিমি (৩,০৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৭,৩৩,১১০
 • জনঘনত্ব৯১/বর্গকিমি (২৪০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৬৪.১৩ শতাংশ
 • লিঙ্গানুপাত১০৩৭
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪২৮ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
কুয়াশাচ্ছন্ন ফুলবাণী

নামকরণসম্পাদনা

পুরাতন বিভিন্ন তথ্য থেকে কন্ধমাল জেলার নামকরণের দুধরনের ইতিহাস পাওয়া যায়৷ কারো মতে পাহাড়ি জঙ্গলকে স্থানীয় জনজাতির ভাষাকে বিবর্তিত করে কন্ধমাল শব্দটি এসেছে৷ আবার কারো মতো স্থানীয় কৃৃষিজীবী আদিবাসী খোন্ড জনগোষ্ঠীর নাম থেকে খোন্ডমাল ও পরে কন্ধমাল নামটি এসেছে৷[১]

ইতিহাসসম্পাদনা

ভূপ্রকৃতিসম্পাদনা

অর্থনীতিসম্পাদনা

অবস্থানসম্পাদনা

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের বৌধ জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের নয়াগড় জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের গঞ্জাম জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের গঞ্জাম জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের গজপতি জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের রায়গড়া জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলাওড়িশা রাজ্যের বৌধ জেলা[২]

জেলাটির আয়তন ৮০২১ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৫.১৫%৷

ভাষাসম্পাদনা

কন্ধমাল জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী কন্ধমাল জেলার ভাষাসমূহ[৩]

  ওড়িয়া (৫৩.১৫%)
  কুই-খোন্ড (৪৫.৬৬%)
  অন্যান্য (১.১৯%)

ধর্মসম্পাদনা

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

মোট জনসংখ্যা ৬৪৮২০১(২০০১ জনগণনা) ও ৭৩৩১১০(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ২৩তম৷ ওড়িশা রাজ্যের ১.৭৫% লোক কন্ধমাল জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৮১ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৯১ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৩.১০% , যা ১৯৯১-২০১১ সালের ১৮.৬৬% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০৩৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬২৷[৪]

নদনদীসম্পাদনা

পরিবহন ও যোগাযোগসম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থানসম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃতিসম্পাদনা

শিক্ষাসম্পাদনা

প্রশাসনিক বিভাগসম্পাদনা

সীমান্তসম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা