কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স

বাংলাদেশ মহানিয়ন্ত্রক প্রতিরক্ষা অর্থ

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (বাংলা অর্থ: মহানিয়ন্ত্রক প্রতিরক্ষা অর্থ) প্রধানমন্ত্রীর অধিনস্থ একটি দপ্তর। এই দপ্তরটি বাংলাদেশের সামরিক বা প্রতিরক্ষা খাতে সরকারের ব্যয়, বাজেট, বাজেটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিরীক্ষা করে এবং সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করে।[] সিজিডিএফের আওতায় রয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ এবং বিমানবাহিনী। এটির কার্যালয় ঢাকায় অবস্থিত।

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স
গঠিত১৯৭১
সদরদপ্তরঢাকা , বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.cgdf.gov.bd

ইতিহাস

সম্পাদনা

এই প্রতিষ্ঠানটি ২০০৭ সাল পর্যন্ত ১৯৯৫ সালের কনট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স প্রসিজার ম্যানুয়াল অনুসরণ করত।[] এটি বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর একটি শাখা হিসাবে কাজ করে।[] এই বিভাগটি একজন সরকারি কর্মচারীর নেতৃত্বে পরিচালিত হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অডিটর হওয়ার সুযোগ"কালের কণ্ঠ। ৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  2. "Moeen for quick settling of pension"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭ 
  3. "New CGA takes charge"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭ 
  4. "Anomalies rife in govt audit office"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭