কং নদী

ভিয়েতনামের নদী
কং নদী (সাং কং) মধ্য ভিয়েতনামের একটি নদী ।

কং নদী যা জে কং বা সে কং নামেও পরিচিত হল দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি নদী । নদীটি মধ্য ভিয়েতনামের থা থিয়েন - হুয়ে প্রদেশে উৎপন্ন হয়েছে এবং দক্ষিণ লাওস ও পূর্ব কম্বোডিয়ার মধ্য দিয়ে ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল) পর্যন্ত বয়ে গেছে। এটি কম্বোডিয়ার স্টাং ট্রেং শহরের কাছে মেকং নদীর সাথে মিলিত হয়েছে।[১] এর গতিপথের একটি অংশ লাওস এবং কম্বোডিয়ার মধ্যে আন্তর্জাতিক সীমানা গঠন করে।

কং নদী
সেকং নদীতে একটি ছোট লাওসিয়ান ছেলে নৌকা বাইছে।


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kong River | river, Southeast Asia | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮