ওশিওয়ারা স্টেশন মুম্বাই উপনগরীয় রেলের, পশ্চিম লাইনে অবস্থিত একটি স্টেশন। মূল স্টেশনটির নির্মাণকার্য বর্তমানে শেষ হলেও স্টেশনের সাথে রোড-সংযোগী বিভিন্ন কাজ বাকি থাকায় এখনও স্টেশনটি নির্মাণাধীন।[][] স্টেশনটি যোগেশ্বরী স্টেশনগোরেগাঁও স্টেশনের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে যা ওশিওয়ারা উপনগরে পরিষেবা প্রদান করবে।

ওয়িওয়ারা স্টেশন
মুম্বাই উপনগরীয় রেলের স্টেশন
স্থানাঙ্ক১৯°৯′৫১.৮৫″ উত্তর ৭২°৫০′৫৮.১৩″ পূর্ব / ১৯.১৬৪৪০২৮° উত্তর ৭২.৮৪৯৪৮০৬° পূর্ব / 19.1644028; 72.8494806
মালিকানাধীনভারতীয় রেল মন্ত্রক, ভারতীয় রেল
লাইনপশ্চিম লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনসাধারণ ভূতলীয় স্টেশন
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনেই
সাইকেলের সুবিধানেই
অন্য তথ্য
ভাড়ার স্থানপশ্চিম রেল
ইতিহাস
উদ্বোধন২০১৬(সম্ভব্য)
বৈদ্যুতীকরণহ্যাঁ
অবস্থান
ওশিওয়ারা মুম্বাই-এ অবস্থিত
ওশিওয়ারা
ওশিওয়ারা
মুম্বাইয়ে অবস্থান

অবস্থান

সম্পাদনা

স্টশনটি মুম্বাইয়ের ওশিওয়ারাতে অবস্থিত। এই অঞ্চলে রেল লাইন পার করার জন্যে একটি উড়ালপুল তৈরি করা হয়েছে যার দ্বারা স্টেশনটি ৮ নম্বর জাতীয় সড়কের সাথে যুক্ত। স্টেশনটির উত্তরদিকের স্টেশনটি গোরেগাঁও স্টেশন এবং দক্ষিণদিকের স্টেশনটির নাম যোগেশ্বরী স্টেশন অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Railways asks Maharashtra government to speed up Oshiwara road overbridge
  2. "Oshiwara Railway Station work delayed further"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬