ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন

ওয়েলস ফুটবল এর নিয়ন্ত্রণকারী সংস্থা

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (ওয়েলশ: Cymdeithas Bêl-droed Cymru, ইংরেজি: Football Association of Wales; এছাড়াও সংক্ষেপে এফএডাব্লিউ নামে পরিচিত) হচ্ছে ওয়েলসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১০৮ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এছাড়াও ফুটবল খেলার নিয়ম নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে (আইএফএবি) এই সংস্থাটির সদস্যপদ রয়েছে।[] এই সংস্থাটি দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন, আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফিফা সহ চারটি অ্যাসোসিয়েশনের মধ্যে একটি, যারা আন্তর্জাতিক ফুটবল সমিতি বোর্ড গঠন করেছে, এই ফুটবল খেলার সকল আইনকানুন নির্ধারণ করে।[] এই সংস্থার সদর দপ্তর ওয়েলসের রাজধানী কার্ডিফে অবস্থিত।

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৮৪৬; ১৭৮ বছর আগে (1846)[]
ফিফা অধিভুক্তি
  • ১৯১০–১৯২০[]
  • ১৯২৪–১৯২৮
  • ১৯৪৬–বর্তমান
উয়েফা অধিভুক্তি১৯৫৪
আইএফএবি অধিভুক্তি১৮৮৬
সভাপতিওয়েলস কিয়েরন ও'কনর
সহ-সভাপতি
  • ওয়েলস ডেভিড জোন্স
  • ওয়েলস মাইকেল জোন্স
ওয়েবসাইটwww.faw.cymru/en/

এই সংস্থাটি ওয়েলসের পুরুষ, নারী, ফুটসাল এবং যুব জাতীয় দলের সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কিয়েরন ও'কনর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাথন ফোর্ড।

কর্মকর্তা

সম্পাদনা
২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি কিয়েরন ও'কনর
সহ-সভাপতি ডেভিড জোন্স
মাইকেল জোন্স
সাধারণ সম্পাদক জনাথন ফোর্ড
কোষাধ্যক্ষ লেইটন নরিস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ইয়ান হিউজেস
প্রযুক্তিগত পরিচালক ডেভিড এডামস
ফুটসাল সমন্বয়কারী অ্যান্ড্রু হোওয়ার্ড
জাতীয় দলের কোচ (পুরুষ) রায়ান গিগস
জাতীয় দলের কোচ (নারী) জেন লুডলো
রেফারি সমন্বয়কারী ফিলিপ টমাস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০ 
  2. Llewellyn-Jones, Robert (১৫ মার্চ ২০১২)। "Football must be run by business people, claims FAW chief executive"Wales Online। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১২ 
  3. "About FAW – Football Association of Wales"। Football Association of Wales। ২০০৭। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা