ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি

রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী

ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি একজন মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ। তিনি ১৯৪৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি
Wendell Meredith Stanley.jpg
জন্ম(১৯০৪-০৮-১৬)১৬ আগস্ট ১৯০৪
মৃত্যু১৫ জুন ১৯৭১(1971-06-15) (বয়স ৬৬)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনEarlham College
ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৪৬)
ফ্রাঙ্কলিন মেডেল (১৯৪৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহরকফেলার বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে

জীবনীসম্পাদনা

স্ট্যানলি ১৯০৪ সালের ১৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ১৯২৭ সালে এমএসসি এবং ১৯২৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের প্রাণরসায়নের অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে ভাইরাসবিদ্যা বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান নিযুক্ত হন।[১]

সম্মাননাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা