ওয়াহ কাবা জলপ্রপাত

মেঘালয়ের জলপ্রপাত

ওয়াহ কাবা জলপ্রপাত হল উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে অবস্থিত একটি জলপ্রপাত। জলপ্রপাতটি একটি খাড়া রকফেস থেকে নেমে আসে এবং প্রায় ১৭০-১৯০ মিটার দূরে একটি গিরিখাতে নেমে যায়। একটি স্থানীয় কিংবদন্তি আছে যে দুটি পরী জলপ্রপাতটিতে বাস করে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে জলপ্রপাতটি দেখা যায়।[১][২]

শীর্ষে ওয়াহ কাবা
জল পড়ার আগে
ওয়াহ কাবা জলপ্রপাত
ওয়াহ কাবা জলপ্রপাত থেকে দৃশ্য

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Mesmerizing Waterfalls in Cherrapunji"nenow.com.। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯ 
  2. "Waterfalls, Sohra Civil Sub-Division, Sohra"sohra.gov.in। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা