ওয়ালিদ ইব্রাহিম

কাতারি ফুটবল খেলোয়াড়

আলি ওয়ালিদ ইব্রাহিম (আরবি: وليد ابراهيم, ইংরেজি: Waleed Ibrahim; ১২ অক্টোবর ১৯৭৩; ওয়ালিদ ইব্রাহিম নামে সুপরিচিত) হলেন একজন কাতারি সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আল আহলির হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

ওয়ালিদ ইব্রাহিম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলি ওয়ালিদ ইব্রাহিম
জন্ম (1973-10-12) ১২ অক্টোবর ১৯৭৩ (বয়স ৫০)
জন্ম স্থান কাতার
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯২–১৯৯৩ আল আহলি
জাতীয় দল
১৯৯২ কাতার অনূর্ধ্ব-২৩ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৯২ সালে, ওয়ালিদ কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[১]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আলি ওয়ালিদ ইব্রাহিম ১৯৭৩ সালের ১২ই অক্টোবর তারিখে কাতারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ওয়ালিদ কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন।[২][৩] কাতারের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Qatar 2:0 (Olympic Games 1992, Quarter-finals)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  2. ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Waleed Ibrahim Olympic Results"Sports-Reference.com এ অলিম্পিকস্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮ 
  3. "Poland Olympic - Katar Olympia, Aug 1, 1992 - Olympic Games - Match sheet"Transfermarkt। ১ আগস্ট ১৯৯২। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা