ওয়ার্ড নং ১৭, গাজীপুর সিটি কর্পোরেশন

ওয়ার্ড নং ১৭, গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতাধীন একটি সিটি কর্পোরেশন। এই ওয়ার্ড নং ১৭ এর সকল প্রশাসনিক কার্যক্রম জয়দেবপুর থানার অধীনে। এই ওয়ার্ডটি গাজীপুর সিটি কর্পোরেশনের একটি শিল্প সমৃদ্ধ ওয়ার্ড। এই ওয়ার্ডটি শতভাগ বিদ্যুৎয়ানের আওতায়।

অর্থনৈতিক অবদান সম্পাদনা

এই ওয়ার্ডে ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্প রয়েছে। প্রতি পাড়ায় ও বিভিন্ন মোড়গুলোতে এখন ছোট ছোট দোকান চোখে পরার মত। এছাড়াও বিভিন্ন পেশার পেশাজীবিরাও অর্থনীতিতে অবদান রাখছেন।ওয়ার্ড নং ১৭ তে গাজীপুর জেলার অনেক কলকারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। সেখানে নানান শ্রেনীর মানুষ কর্মরত রয়েছে।

গ্রামের সংখ্যা সম্পাদনা

১৪ টি

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২৭,৭৫৯ জন (২০১১আদমশুমারী অনুযায়ী)

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

পাকা রাস্তা ০৮ কি: মি, কাঁচা রাস্তা ৪০ কি: মি:

শিক্ষা সম্পাদনা

১৭ নং, ওয়ার্ড এর গড় সাক্ষরতা হার ৩৫.২%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩২.৩% এবং পুরুষ শিক্ষার হার ৩৮.০%।

খাল ও নদী সম্পাদনা

ওয়ার্ড নং ১৭,তে কোন নদী নেই কিন্তু একটি খাল রয়েছে।