ওয়াঞ্চো লিপি
ওয়াঞ্চো লিপি একটি অশব্দীয় বর্ণমালা লিপি যেটি ওয়াঞ্চো ভাষা লেখার জন্য অরুণাচল প্রদেশের লংডিং জেলার মাধ্যমিক শিক্ষক বানওয়াং লোসু ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে উদ্ভব করেন।[১] স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আলাদাভাবে ভিন্ন বর্ণের মাধ্যমে লেখা হয়। যুক্তাক্ষরের ব্যবহার এই লিপিতে নেই। স্বর চিহ্নিত করা হয় স্বরবর্ণের উপরে বিশেষ ধ্বনিচিহ্নের মাধ্যমে।
ওয়াঞ্চো | |
---|---|
লিপির ধরন | |
সৃষ্টিকারী | বানওয়াং লোসু |
সৃষ্টি হয়েছে | ২০০১ |
লেখার দিক | বাম-থেকে-ডান |
ভাষাসমূহ | ওয়াঞ্চো ভাষা |
আইএসও ১৫৯২৪ | |
আইএসও ১৫৯২৪ | Wcho, 283 , ওয়াঞ্চো |
ইউনিকোড | |
ইউনিকোড উপনাম | Wancho |
U+1E2C0–U+1E2FF |
ওয়াঞ্চো লিপিটি কিছু বিদ্যালয়ে শেখানো হলেও, ওয়াঞ্চো ভাষা সাধারণত দেবনাগরী লিপি বা লাতিন লিপিতে লেখা হয়।
ইউনিকোড
সম্পাদনাওয়াঞ্চো লিপি ইউনিকোডে মার্চ ২০১৯-এ ১২.০ সংস্করণে যোগ করা হয়। এর ইউনিকোড ব্লক U+1E2C0–U+1E2FF:
ওয়াঞ্চো[1][2] ইউনিকোড তালিকা (পিডিএফ) | ||||||||||||||||
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | A | B | C | D | E | F | |
U+1E2Cx | 𞋀 | 𞋁 | 𞋂 | 𞋃 | 𞋄 | 𞋅 | 𞋆 | 𞋇 | 𞋈 | 𞋉 | 𞋊 | 𞋋 | 𞋌 | 𞋍 | 𞋎 | 𞋏 |
U+1E2Dx | 𞋐 | 𞋑 | 𞋒 | 𞋓 | 𞋔 | 𞋕 | 𞋖 | 𞋗 | 𞋘 | 𞋙 | 𞋚 | 𞋛 | 𞋜 | 𞋝 | 𞋞 | 𞋟 |
U+1E2Ex | 𞋠 | 𞋡 | 𞋢 | 𞋣 | 𞋤 | 𞋥 | 𞋦 | 𞋧 | 𞋨 | 𞋩 | 𞋪 | 𞋫 | 𞋬 | 𞋭 | 𞋮 | 𞋯 |
U+1E2Fx | 𞋰 | 𞋱 | 𞋲 | 𞋳 | 𞋴 | 𞋵 | 𞋶 | 𞋷 | 𞋸 | 𞋹 | 𞋿 | |||||
দ্রষ্টব্য |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Everson, Michael (২০১৭-১০-২২)। "L2/17-067R2: Proposal to encode the Wancho script" (পিডিএফ)।