ওয়াঘা (পাঞ্জাবি (গুরুমুখী): ਵਾਹਗਾ, হিন্দি: वाघा, উর্দু: واہگہ‎‎) একটি গ্রাম যেটি  সীমান্ত পারাপার করার রাস্তা , পণ্যের ট্রানজিট টার্মিনাল ও ভারত ও পাকিস্তানের মধ্যের একটি রেল স্টেশনের কাছাকাছি অবস্থিত।[১] এইটি  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ভারত পাঞ্জাবের, অমৃতসর শহর এবং পাকিস্তান পাঞ্জাবে্‌রলাহোর শহর দুটিকে যোগ করছে।

ওয়াঘা
ਵਾਹਗਾ / वाघा / واہگہ
Wahga
গ্রাম
The evening flag lowering ceremony at the India–Pakistan international border near Wagah
The evening flag lowering ceremony at the India–Pakistan international border near Wagah
OSM map showing Wagah and Attari, their railway stations, and the Wagah border crossing. In the upper corner is shown the position of the villages between the cities of Lahore and Amritsar (click to expand)
OSM map showing Wagah and Attari, their railway stations, and the Wagah border crossing. In the upper corner is shown the position of the villages between the cities of Lahore and Amritsar (click to expand)
ওয়াঘা পাকিস্তান-এ অবস্থিত
ওয়াঘা
ওয়াঘা
Location in Pakistan
স্থানাঙ্ক: ৩১°৩৬′১৭″ উত্তর ৭৪°৩৪′২৩″ পূর্ব / ৩১.৬০৪৭২° উত্তর ৭৪.৫৭৩০৬° পূর্ব / 31.60472; 74.57306
দেশ পাকিস্তান
প্রদেশসমূহPunjab
জেলালাহোর
Tehsilওয়াঘা শহর
সময় অঞ্চলPST (ইউটিসি+5)
 • গ্রীষ্মকালীন (দিসস)+6 (ইউটিসি)

ওয়াঘা সীমান্ত থেকে লাহোর ২৪ কিলোমিটার (১৫ মাইল) ও অমৃতসর  ৩২কিমি(২০ মাইল) দূরে অবস্থিত এবং সীমান্তবর্তী গ্রাম আত্তারি.থেকে এটি ৩কিমি(১.৯মাইল) দূরে অবস্থিত।

সংক্ষিপ্ত বিবরণ সম্পাদনা

ওয়াগাহ নামটি পাকিস্তানে বহঘা  বলে জানা যায়।এটি ভারত বিভাজনে, ভারত ও পাকিস্তানের সীমানা চিহ্নিত রেখা র‌্যাডক্লিফ লাইনের নিকট একটি গ্রাম।[২] গ্রামটি সীমান্তের পশ্চিমে ৬০০ মিটার দূরে অবস্থিত। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় এই সীমান্ত পার করে ভারতীয় উপমহাদেশের অংশের অভিবাসীরা বর্তমানের পাকিস্তানে প্রবেশ করেন। বহঘা রেল স্টেশনটি ৪০০ মিটার দক্ষিণে এবং মাত্র ১০০ মিটার সীমান্ত রেখা থেকে দূরে অবস্থিত। পাকিস্তানে সীমান্ত পারাপার হিসাবে পরিচিত  বহঘা সীমান্ত  এবং ভারতে এটি বলা হয় অটারী সীমান্ত যেটির নামকরণ ভারতীয় অঞ্চলের মধ্যে.অটারী নামক একটি গ্রামের থেকে যা সীমান্ত রেখা থেকে ৫০০ মিটার পূর্বে অবস্থিত।

ওয়াগাহ সীমান্ত অনুষ্ঠান সম্পাদনা

  বিস্তারিত ওয়াগাহ সীমান্ত অনুষ্ঠানের জন্য এটা বিশেষ করে     পরিচিত  যেটি সূর্যাস্তের দুই ঘণ্টা পূর্বে প্রতি দিন সীমান্ত গেটে অনুষ্ঠিত হয়।পতাকা অনুষ্ঠানটি ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও পাকিস্তানের রেঞ্জার্স (পিআর ) দ্বারা পরিচালিত হয়। 

চিত্র সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

  • Wagah railway station
  • 2014 Wagah border suicide attack
  • Operation Zarb-e-Azb
  • Khyber Pass

্তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mixed feelings on India-Pakistan border"BBC News। ১৪ আগস্ট ২০০৭। 
  2. Frank Jacobs (৩ জুলাই ২০১২)। "Peacocks at Sunset"Opinionator: Borderlines। The New York Times। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা

  News related to Flag-lowering ceremony at Wagah border becomes more peaceful at Wikinews