ওম প্রকাশ উপাধ্যায়

ওম প্রকাশ উপাধ্যায় একজন ভারতীয় আয়ুর্বেদ অনুশীলনকারী এবং গুরু রবিদাস আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। [১] ভারত সরকার তাকে ২০১৪ সালে, চিকিত্সাশাস্ত্রে তার অবদানের জন্য চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করে। [২]

ওম প্রকাশ উপাধ্যায়
জন্ম (1951-06-02) ২ জুন ১৯৫১ (বয়স ৭২)
মান্ডাল, ভিলওয়ারা, রাজস্থান, ভারত
পেশাআয়ুর্বেদ অনুশীলনকারী
দাম্পত্য সঙ্গীভানওয়ারী দেবী
পুরস্কারপদ্মশ্রী

জীবনী সম্পাদনা

ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলার মান্ডালে জন্মগ্রহণকারী অধ্যাপক ওম প্রকাশ উপাধ্যায় আয়ুর্বেদ শিক্ষাকে তার পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। [৩] তিনি জুলাই ২০১১ সালে গুরু রবিদাস আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ার আগে জয়পুরের জাতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ছিলেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "VC"। davayurveda.com। ২০১৪। ৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৪ 
  2. "Padma 2014"। Press Information Bureau, Government of India। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  3. "Spot News"। Spot News। ২০১৪। ৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৪ 

আরও পড়া সম্পাদনা