এ কে মুজিবুর রহামন

বাংলাদেশী রাজনীতিবিদ

এ কে মুজিবুর রহামন (আনু. ১৯১৯–২২ মে ২০০৯) বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন বগুড়া-৮ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

এ কে মুজিবুর রহামন
বগুড়া-৮ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯১৯
বগুড়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২২ মে ২০০৯
বগুড়া
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন

সম্পাদনা

এ কে মুজিবুর রহামন আনু. ১৯১৯ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

এ কে মুজিবুর রহামন ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট আন্দোলন, ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধে স্বক্রিয় অংশগ্রহণ করেন।[][] তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বগুড়া-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] এর আগে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।

মৃত্যু

সম্পাদনা

এ কে মুজিবুর রহামন ২২ মে ২০০৯ সালে বগুড়া শহরের সূত্রাপুরের বাসায় মৃত্যুবরণ করেন। তাকে বগুড়ার ‘ভাই পাগলা মাজার কবরস্থানে’ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "পাকিস্তানের স্কুল-কলেজে এখনো কেন বাংলা চালু হয়নি - বগুড়ায় শেখ মুজিব | গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু ১৯৫৩"সংগ্রামের নোটবুক। ২০২০-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫ 
  3. অনুবাদক, ডক্টর রাজিবুল বারী (২০১৯)। হাসিনা। হক্কানিয়া পাবলিশার। পৃষ্ঠা ৫৪।