এ কাইন্ড অফ ইংলিশ
এ কাইন্ড অফ ইংলিশ (ইংরেজি: A Kind of English) হচ্ছে ১৯৮৬ সালের একটি ব্রিটিশ নাট্য চলচ্চিত্র, যা পল হ্যালামের রচনায় রুহুল আমীন পরিচালনা করেন। এতে অভিনয় করেন ললিতা আহমেদ, জামিল আলী, আফরোজা বুলবুল, বাদশা হক এবং অ্যান্ড্রো জনসন। লন্ডনে বসবাসকারী এক বাঙ্গালী পরিবারের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।[১][২]
এ কাইন্ড অফ ইংলিশ | |
---|---|
পরিচালক | রুহুল আমীন |
প্রযোজক | রিচার্ড টেইলর |
রচয়িতা | পল হ্যালাম |
শ্রেষ্ঠাংশে | ললিতা আহমেদ জামিল আলী আফরোজা বুলবুল বাদশা হক অ্যান্ড্রো জনসন |
সুরকার | লুসি রহমান |
চিত্রগ্রাহক | জনাথন কলিন্সন |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৭৫ মিনিট |
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি বাংলা |
অভিনয়েসম্পাদনা
- ললিতা আহমেদ, মরিওম চরিত্রে
- জামিল আলী, সামির চরিত্রে
- আফরোজা বুলবুল, শাহানারা চরিত্রে
- বাদশা হক, চান চরিত্রে
- অ্যান্ড্রো জনসন, তারিক চরিত্রে
গ্রহণসম্পাদনা
এ কাইন্ড অফ ইংলিশ বিশ্বব্যাপী বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয় ফলে এটি অনেক আলোচিত হয়। চলচ্চিত্রটিকে ভিত্তোরিও দে সিকা এবং সত্যজিৎ রায়ের প্রথম কাজের সাথে তুলনা করা হয়।[৩]
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Mannikka, Eleanor। "A Kind of English (1986)"। New York: The New York Times। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ Mannikka, Eleanor। "Kind of English"। Movies.com। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ Malik, Sarita (Autumn ১৯৯৪)। "Dr Sarita Malik (PhD)- interviews Ruhul Amin for BLACK FILM BULLETIN" (3) (2 সংস্করণ)। a British film institute magazine। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।