এ এফ এম মফিজুল ইসলাম
এ এফ এম মফিজুল ইসলাম একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য।[১]
অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম | |
---|---|
উপাচার্য | |
সাউথইস্ট ইউনিভার্সিটি | |
কাজের মেয়াদ ২৪ নভেম্বর ২০১৯ – ১৮ মে ২০২৪ | |
পূর্বসূরী | এ এন এম মেশকাত উদ্দীন |
উত্তরসূরী | ইউসুফ মাহবুবুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনামফিজুল ইসলাম বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাকর্মজীবনে মফিজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ এফ এম মফিজুল ইসলাম ২০১৯ সালের ২৪ নভেম্বর ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।[৩]
প্রকাশনা
সম্পাদনামফিজুল ইসলাম দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. মফিজুল ইসলাম"। দ্যা ডেইলি ক্যাম্পাস। ২৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২১।
- ↑ "সাউথইস্ট ইউনিভার্সিটির নয়া ভিসি অধ্যাপক ড. মফিজুল ইসলাম"। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২১।
- ↑ "অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য"। বণিক বার্তা। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২১।
- ↑ "সাউথইস্ট বিশ্ববিদ্যালয় - নতুন ভিসি ড. এ এফ এম মফিজুল ইসলাম"। প্রতিদিনের সংবাদ। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২১।