ডেম অ্যান্টোনিয়া সুজান ডাফি ডিবিই অনএফবিএ (ইংরেজি: Antonia Susan Duffy; জন্ম: ড্রেবল, ২৪ আগস্ট ১৯৩৬ - ১৬ নভেম্বর ২০২৩) পেশাগতভাবে তার প্রাক্তন বিবাহিত নাম এ. এস. বাইয়াট (/ˈb.ət/ BY-ət),[১] নামে পরিচিত, একজন ইংরেজ সমালোচক, ঔপন্যাসিক, কবি ও ছোটগল্প লেখিকা। তার বইসমূহ ত্রিশের অধিক ভাষায় অনূদিত হয়েছে।[২]

ডেম

এ. এস. বাইয়াট

২০০৭ সালে বাইয়াট
২০০৭ সালে বাইয়াট
জন্মঅ্যান্টোনিয়া সুজান ড্রেবল
(১৯৩৬-০৮-২৪)২৪ আগস্ট ১৯৩৬
শেফিল্ড, ওয়েস্ট রাইডিং অব ইয়র্কশায়ার, ইংল্যান্ড
মৃত্যু১৬ নভেম্বর ২০২৩(2023-11-16) (বয়স ৮৭)
লন্ডন, ইংল্যান্ড
পেশা
  • সমালোচক
  • ঔপন্যাসিক
  • ছোটগল্প লেখিকা
  • কবি
শিক্ষা প্রতিষ্ঠান
সময়কাল১৯৬৪-২০১৬
দাম্পত্যসঙ্গী
সন্তান
আত্মীয়
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ১৯৫৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ডারহাম শহরে চলে যান। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি তার প্রথম দুটি উপন্যাসের কাজ শুরু করেন। সেগুলো চ্যাটো অ্যান্ড উইন্ডুজ থেকে শ্যাডো অব আ সান (১৯৬৪, দ্য শ্যাডো অব আ সান শিরোনামে ১৯৯১ পুনর্মুদ্রিত) এবং দ্য গেম (১৯৬৭) শিরোনামে প্রকাশিত হয়। বাইয়াট তার পুত্রের শিক্ষা খরচের জন্য ১৯৭২ সালে শিক্ষকতার চাকরিতে যোগদান করেন। বাইয়াট ১১ বছর শিক্ষকতা চালিয়ে যান এবং ১৯৮৩ সালে পূর্ণ সময় লেখনীতে মনোনিবেশ করেন। দ্য ভার্জিন ইন দ্য গার্ডেন (১৯৭৮) তার চারি উপন্যাসের প্রথম খণ্ড,[৩] এরপর তিনি এই ধারাবাহিকের স্টিল লাইফ (১৯৮৫), বাবেল টাওয়ার (১৯৯৬) ও আ হুইসলিং ওম্যান (২০০২) রচনা করেন।

বাইয়াটের উপন্যাস পসেসন: আ রোম্যান্স ১৯৯০ সালে বুকার পুরস্কার অর্জন করে, অন্যদিকে তার ছোটগল্প সংকলন দ্য জিন ইন দ্য নাইটেঙ্গেল্‌স আই (১৯৯৪) ১৯৯৫ সালে কল্পকাহিনীতে আগা খান পুরস্কার অর্জন করে। তার দ্য চিলড্রেন্‌স বুক ২০০৯ সালে বুকার পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল এবং ২০১০ সালে জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল পুরস্কার অর্জন করে। তার সমালোচনামূলক কর্মের মধ্যে রয়েছে ডেম আইরিস মার্ডককে (তার বন্ধু ও পরামর্শক) নিয়ে দুটি পাঠ, সেগুলো হল ডিগ্রিস অব ফ্রিডম: দ্য আর্লি নভেলস অব আইরিস মার্ডক (১৯৬৫) ও আইরিস মার্ডক: আ ক্রিটিক্যাল স্টাডি (১৯৭৬)। তার অন্যান্য সমালোচনামূলক লেখনী হল ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ ইন দেয়ার টাইম (১৯৭০) ও পোট্রেটস ইন ফিকশন (২০০১)।

বাইয়াট ২০০২ সালে শেকসপিয়ার পুরস্কার, ২০১৬ সালে ইর‍্যাজমাস পুরস্কার, ২০১৭ সালে পার্ক কিয়োং-নি পুরস্কার ও ২০১৮ সালে হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন সাহিত্য পুরস্কার অর্জন করেন। এছাড়া সাহিত্যে নোবেল পুরস্কারের মনোনীত হিসেবে তার নাম উল্লেখ করা হয়।[৪]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

অ্যান্টোনিয়া সুজান ড্রেবল ১৯৩৬ সালের ২৪শে আগস্ট ইংল্যান্ডের শেফিল্ড শহরে জন্মগ্রহণ করেন।[৫] তার পিতা জন ফ্রেডরিক ড্রেবল, কিউসি কাউন্টি আদালতের বিচারক ছিলেন এবং মাতা ক্যাথলিন ব্লুর রবার্ট ব্রাউনিং বিশারদ ছিলেন।[৬] তিনি তার পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। তার ছোট বোন মার্গারেট ড্রেবল একজন ঔপন্যাসিক ও হেলেন ল্যাংডন একজন শিল্পকলার ইতিহাসবেত্তা। তার ভাই রিচার্ড ড্রেবল কেসি একজন ব্যারিস্টার ছিলেন।[৭] শেফিল্ডে বোমা হামলার পর তারা সপরিবারে ইয়র্কে চলে যান।[৩]

বাইয়াট দুটি স্বাধীন বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন, সেগুলো হল শেফিল্ড হাই স্কুল ও ইয়র্কের কোয়াকার বোর্ডিং স্কুল দ্য মাউন্ট স্কুল। বাইয়াট বোর্ডিং স্কুলের পড়াশোনা ও পরিবেশ উপভোগ করেননি, তিনি বলেন তার একাকী থাকার চাহিদা ও বন্ধু বানাতে সমস্যা পোহাতে হয়েছিল।[৬] মারাত্মক হাঁপানির কারণে তাকে প্রায়ই বিছানায় থাকতে হত এবং সে সময়ে বই'ই তার একমাত্র সঙ্গী ছিল।[৮] তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিউনহাম কলেজ, কেমব্রিজব্রিন মার কলেজ এবং ইংল্যান্ডে সামারভিল কলেজ, অক্সফোর্ড-এ পড়াশোনা করেন।[৫][৯] স্কুলে ফরাসি, জার্মান, লাতিন ও ইংরেজি শেখার পর তিনি কেমব্রিজে অধ্যয়নকালীন ইতালীয় ভাষা শিখেন, যাতে তিনি দান্তের সাহিত্য পড়তে পারেন।[২]

ব্যক্তিগত জীবন ও মৃত্যু সম্পাদনা

বাইয়াট ১৯৫৯ সালে ইয়ান চার্লস রেইনার বাইয়াটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ডারাম শহরে চলে যান। তাদের এক কন্যা ও এক পুত্র ছিল। তাদের পুত্র চার্লস ১১ বছর বয়সে স্কুল থেকে ফেরার পথে মদ্যপ গাড়ি চালক কর্তৃক দুর্ঘটনায় মারা যান। ১৯৬৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিনি পিটার ডাফিকে বিয়ে করেন। তাদের দুই কন্যা ছিল।[১০][৬]

বাইয়াটা মূলত পুটনিতে বসবাস করতেন। তিনি ২০২৩ সালের ১৬ই নভেম্বর ৮৭ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।[১০][১১][১২]

প্রভাবিত সম্পাদনা

বাইয়াট কল্পনার সাথে সাহিত্যিক বাস্তবতাবাদস্বভাববাদের সংমিশ্রনের ক্ষেত্রে হেনরি জেমস[২]জর্জ এলিয়ট[৬][৩] এবং এমিলি ডিকিনসন, টি এস এলিয়ট, স্যামুয়েল টেইলর কোলরিজ,[৩] লর্ড টেনিসন[৬]রবার্ট ব্রাউনিং[৬] কর্তৃক প্রভাবিত। তিনি ব্রন্টি পরিবার[২] কিংবা ক্রিস্টিনা রোসেটির প্রশংসাকারী ছিলেন না।[৩] তিনি ডি. এইচ. লরেন্সের বিরোধী ছিলেন।[২] জেন অস্টেনের সৃষ্টিকর্মসমূহ তার কৈশোরে মুখস্ত ছিল।[৩] বাইয়াট তার বইয়ে রোমান্টিকতাভিক্টোরীয় সাহিত্যের বিষয়বস্তুর উল্লেখ করেছেন।[৫] তিনি শিল্পকলার ইতিহাসবেত্তা জন গেগের বইকে পুনরায় পড়ার মত তার প্রিয় বই হিসেবে উল্লেখ করেছেন।[২]

সদস্যপদ সম্পাদনা

  • ১৯৮৭-১৯৮৮: কিংম্যান কমিটি অব ইনকোয়ারি ইনটু দ্য টিচিং অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ, (ডিপার্টমেন্ট অব এডুকেশন অ্যান সায়েন্স)
  • ১৯৮৪-১৯৮৮: ম্যানেজমেন্ট কমিটি, সোসাইটি অব অথরস (ডেপুটি চেয়ারম্যান, ১৯৮৬, চেয়ারম্যান, ১৯৮৬-১৯৮৮)
  • ১৯৯৩-১৯৯৮: বোর্ড, ব্রিটিশ কাউন্সিল (মেম্বার অব লিটারেচার অ্যাডভাইজরি প্যানেল, ১৯৯০-১৯৯৮)
  • ২০১৪: আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস, ফরেইন অনারারি মেম্বার

সাহিত্যকর্মের তালিকা সম্পাদনা

বাইয়াটের সাহিত্যকর্মের তালিকা নিচে দেওয়া হল:[৫]

উপন্যাস সম্পাদনা

  • শ্যাডো অব আ সান (১৯৬৪, চ্যাটো অ্যান্ড উন্ডুজ; দ্য শ্যাডো অব আ সান শিরোনামে ১৯৯১ পুনর্মুদ্রিত)
  • দ্য গেম (১৯৬৭, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • দ্য ভার্জিন ইন দ্য গার্ডেন (১৯৭৮, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • স্টিল লাইফ (১৯৮৫, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • পসেসন: আ রোম্যান্স (১৯৯০, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • বাবেল টাওয়ার (১৯৯৬, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • দ্য বায়োগ্রাফার্স টেল (২০০০, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • আ হুইসলিং ওম্যান (২০০২, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • দ্য চিলড্রেন্‌স বুক (২০০৯, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • র‌্যাগনারক: দি এন্ড অব দ্য গডস (২০১১, ক্যাননগেট)

ছোটগল্প সম্পাদনা

  • শুগার অ্যান্ড আদার স্টোরিজ, (১৯৮৭, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • দ্য ম্যাটিস স্টোরিজ (১৯৯৩, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • দ্য জিন ইন দ্য নাইটিঙ্গেল্‌স আই (১৯৯৪, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • এলিমেন্টালস: স্টোরিজ অব ফায়ার অ্যান্ড আইস (১৯৯৮, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • লিটল ব্ল্যাক বুক অব স্টোরিজ (২০০৩, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • মেডুসা'স এঙ্কলস: সিলেক্টেড স্টোরিজ (২০২১, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)

উপন্যাসিকা সম্পাদনা

  • অ্যাঞ্জেলস অ্যান্ড ইনসেক্টস (১৯৯২, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • মর্ফো ইউজেনিয়া
  • দ্য কনজুগাল অ্যাঞ্জেল

প্রবন্ধ ও জীবনী সম্পাদনা

  • ডিগ্রিস অব ফ্রিডম: দ্য আর্লি নভেলস অব আইরিস মার্ডক (১৯৬৫, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ ইন দেয়ার টাইম (১৯৭০, নেলসন)
  • আইরিস মার্ডক: আ ক্রিটিক্যাল স্টাডি (১৯৭৬, লংম্যান)
  • আনরুলি টাইমস: ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, পোয়েট্রি অ্যান্ড লাইফ (১৯৮৯, হোগার্থ প্রেস)
  • প্যাসনস অব দ্য মাইন্ড: সিলেক্টেড রাইটিংস (১৯৯১, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • ইমাজিনিং ক্যারেক্টার্স: সিক্স কনভারসেশন্স অ্যাবাউট উইমেন রাইটার্স (ইগনেস সোড্রের সাথে যৌথভাবে) (১৯৯৫, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • অন হিস্ট্রিজ অ্যান্ড স্টোরিজ: সিলেক্টেড এসেস (২০০০, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • পোট্রেটস ইন ফিকশন (২০০১, চ্যাটো অ্যান্ড উন্ডুজ)
  • পিকক অ্যান ভাইন: অন উইলিয়াম মরিস অ্যান্ড ম্যারিয়ানো ফরচুনি (২০১৬, নফ)

সম্পাদিত লেখনী সম্পাদনা

  • জর্জ ইলিয়ট: সিলেক্টেড এসেস, পোয়েমস অ্যান্ড আদার রাইটিংস (নিকোলাস ওয়ারেনের সাথে সম্পাদিত) (১৯৮৯, পেঙ্গুইন)
  • নিউ রাইটিং ভলিউম ৪ (অ্যালান হলিংহার্স্টের সাথে সম্পাদিত), (১৯৯৫, ভিন্টেজ)
  • নিউ রাইটিং ভলিউম ৬ (পিটার পোর্টারের সাথে সম্পাদিত) (১৯৯৭, ভিন্টেজ)
  • অক্সফোর্ড বুক অব ইংলিশ শর্ট স্টোরিজ (সম্পাদক) (১৯৯৮, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস)
  • দ্য বার্ড হ্যান্ড বুক (ভিক্টর শ্রেগারের চিত্রাবলিসহ) (২০০১, নিউ ইয়র্ক: গ্রাফিস ইঙ্ক)

তথ্যসূত্র সম্পাদনা

  1. স্যাংস্টার, ক্যাথরিন (১৪ সেপ্টেম্বর ২০০৯)। "How to Say: JM Coetzee and other Booker authors"বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  2. হেনশার, ফিলিপ (২০০১)। "A. S. Byatt, The Art of Fiction No. 168"দ্য প্যারিস রিভিউ। ফল ২০০১ (১৫৯)। 
  3. নিউম্যান, জেনি; ফ্রিয়েল, জেমস (২০০৩)। "An interview with A. S. Byatt"সেরক্লিস। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  4. "Murakami Projected to Win the Nobel Prize"পোয়েটস অ্যান্ড রাইটার্স। ২০১২। 
  5. "Dame A. S. Byatt"ব্রিটিশ কাউন্সিল: সাহিত্য। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  6. লিথ, স্যাম (২৫ এপ্রিল ২০০৯)। "Writing in terms of pleasure"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  7. গ্রুবার, ফিওনা (১ ফেব্রুয়ারি ২০১৪)। "Blend life to thicken the plot"দি অস্ট্রেলিয়ান। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  8. চেস, রেবেকা (১৭ নভেম্বর ২০২৩)। "A. S. Byatt, Scholar Who Found Literary Fame With Fiction, Dies at 87"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  9. "Sir Ian Byatt biography"। ওয়াটার কমিশন। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  10. "AS Byatt, ingenious and cerebral novelist who won the Booker Prize for Possession—obituary" দ্য ডেইলি টেলিগ্রাফ। ১৭ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  11. "A. S. Byatt (24 August 1936 – 16 November 2023). A statement from Chatto & Windus, Vintage Books, UK"। পেঙ্গুইন। ১৭ নভেম্বর ২০২৩। 
  12. ভাসেল, নিকোল (১৭ নভেম্বর ২০২৩)। "Author of Possession and The Children's Book AS Byatt dies aged 87"দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা