এ. এফ. এম. আব্দুর রহমান

বাংলাদেশী সুপ্রিম কোর্টের বিচারপতি

এ. এফ. এম. আব্দুর রহমান (জন্ম ৫ জুলাই ১৯৫১) বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২৭ এপ্রিল ২০০৩ সালে অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্ট বিভাগে পদোন্নতি হয় এবং ২৭ এপ্রিল ২০০৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ কর্তৃক স্থায়ী বিচারক হিসাবে নিশ্চিত হয়। রহমান ৪ জুলাই ২০১৮ সালে বেঞ্চ থেকে অবসর নেন।

এ. এফ. এম. আব্দুর রহমান
জন্ম (1951-07-05) ৫ জুলাই ১৯৫১ (বয়স ৭২)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তন
ওয়েবসাইটwww.justicerahman.webs.com

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

রহমান ৫ জুলাই ১৯৫১ সালে পাকিস্তানের অধিরাজ্যের পূর্ববঙ্গে ( বর্তমানে গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ জেলা, বাংলাদেশ) ড. আব্দুল গাফ্ফার খান এবং মোসাম্মৎ মোহসেনা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। [১]তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বটতলা প্রাইমারি স্কুল এবং মাটিয়াব্রোজ হাই স্কুল, কলকাতা এবং নিউ পল্টন লাইন হাই স্কুল, আজিমপুর, ঢাকা থেকে সম্পন্ন হয়। তিনি ১৯৬৬ সালে ওয়েস্ট এন্ড হাই স্কুল আজিমপুর, ঢাকা থেকে এসএসসি এবং মুন্সীগঞ্জ হারাগঙ্গা কলেজ থেকে এইচএসসি পাশ করেন।তিনি ঢাকা কলেজ ঢাকা থেকে গণিতে কৃতিত্বের সাথে বি, এসসি ডিগ্রি অর্জন করেন। তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়নে এম,এসসি অধ্যয়ন করেন।তিনি ১৯৭৭ সালে ঢাকার সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ দ্বিতীয় এলএলবি ডিগ্রি লাভ করেন। [১]২৬ জুলাই ২০০১ তারিখে লিংকনস ইন ইউকে-এর সদস্য হিসেবে তাকে ব্যারিস্টার-অ্যাট-ল হিসাবে ইংলিশ বারে ডাকা হয়। তিনি একই বছর ডাবলিন ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

রহমান ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি জেলা আদালতে, ১৬ সেপ্টেম্বর ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৪ জানুয়ারী ২০০০ তারিখে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হয়। [২] তিনি তার অনুশীলনের ক্ষেত্রটিকে নাগরিক আইন, ব্যাংকিং আইন, অ্যাডমিরালটি আইন, কোম্পানির বিষয়, রিট পিটিশন এবং সালিশ হিসাবে বর্ণনা করেন। [৩]

তিনি ২৭ এপ্রিল ২০০৩ অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্ট বিভাগে উন্নীত হন এবং ২৭ এপ্রিল ২০০৫ সালে স্থায়ী বিচারক হিসাবে নিশ্চিত হন। [২] [৪] তিনি ৪ জুলাই ২০১৮ সালে বেঞ্চ থেকে অবসর গ্রহণ করেন [১]

রহমান ২০১৯ সালে আইনী অনুশীলনে ফিরে আসেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Justice A F M Abdur Rahman retires"The New Nation। ৫ জুলাই ২০১৮। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 
  2. "Annual Report 2018" (পিডিএফ)Supreme Court of Bangladesh। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  3. "People"Rahman Law Associates and Company 
  4. "Nine additional judges of the HC get confirmation"bdnews24.com। ২৫ এপ্রিল ২০০৫।