A
লাতিন বর্ণমালার ১ম অক্ষর
(এ্যা থেকে পুনর্নির্দেশিত)
A (উচ্চারণ: এ; /ˈeɪ/) লাতিন বর্ণমালার প্রথম বর্ণ ও স্বরবর্ণ। এটি প্রাচীন গ্রিক অক্ষর আলফার অনুরূপ, যা থেকে এটি এসেছে। বড়ো হাতের অক্ষরটি একটি ত্রিভুজের দুইটি তির্যক পার্শ্ব দ্বারা গঠিত, যার মধ্যখানে একটি অনুভূমিক দণ্ড রয়েছে। ছোটো হাতের অক্ষরটি দুইভাবে লেখা যায়: দুই-তলা বিশিষ্ট a ও এক-তলা বিশিষ্ট ɑ।
A | |
---|---|
A a ɑ | |
ব্যবহার | |
লিখনপদ্ধতি | লাতিন লিপি |
ধরন | বর্ণমালা |
উৎপত্তির ভাষা | ল্যাটিন ভাষা |
ইউনিকোড মান | U+0041, U+0061 |
ইতিহাস | |
ক্রমবিকাশ |
|
অন্যান্য |
অন্যান্য ব্যবহার সম্পাদনা
গ্রেডিং স্কেলে A দ্বারা একটি গ্রেড বুঝায় ।
কম্পিউটিং কোড সম্পাদনা
অক্ষর | A | a | ||
---|---|---|---|---|
ইউনিকোড নাম | লাতিন বড়ো হাতের অক্ষর A | লাতিন ছোটো হাতের অক্ষর A | ||
এনকোডিং | দশমিক | হেক্স | দশমিক | হেক্স |
ইউনিকোড | 65 | U+0041 | 97 | U+0061 |
ইউটিএফ-৮ | 65 | 41 | 97 | 61 |
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র | A | A | a | a |
ইবিসিডিআইসি পরিবার | 193 | C1 | 129 | 81 |
অ্যাস্কি ১ | 65 | 41 | 97 | 61 |
- ১ ASCII কোডের অধীনে এই বর্ণটি কম্পিউটারে ব্যবহৃত হয় ।
অন্যান্য উপস্থাপনা সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে A সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- উইকিঅভিধানে A-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।