এস্তোনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
এস্তোনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (এস্তোনীয়: Eesti Jalgpalli Liit, ইংরেজি: Estonian Football Association; এছাড়াও সংক্ষেপে ইজেএল এবং ইএফএ নামে পরিচিত) হচ্ছে এস্তোনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২১ সালের ১৪ই ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, তবে সোভিয়েত ইউনিয়নের দ্বারা এস্তোনিয়া দখল করার পরে তা ভেঙে দেওয়া হয়। ১৯৯২ সালে এস্তোনিয়া স্বাধীনতা পুনরুদ্ধার করার পরে এটি আবার ফিফার সদস্য হয়। অন্যদিকে পাশাপাশি প্রতিষ্ঠার ৭১ বছর পর ১৯৯২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অবস্থিত।
উয়েফা | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৪ ডিসেম্বর ১৯২১[১][২] |
সদর দপ্তর | তাল্লিন, এস্তোনিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯২৩[২] |
উয়েফা অধিভুক্তি | ১৯৯২ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি এস্তোনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মেইস্ত্রিলিগা, নাইস্তে মেইস্ত্রিলিগা এবং এস্তোনীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে এস্তোনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আইভার পোহলাক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আন্নে রেই।
বিতর্কসম্পাদনা
২০১৭ সালে ফিফা এস্তোনীয় ফুটবল এসোসিয়েশনকে ৩০,০০০ সুইস ফ্রাঁ (২৬,০০০ ইউরো) জরিমানা করেছে এবং বসনিয়া ও হার্জেগোভিনার ভক্তরা মাঠে জ্বলন্ত উপকরণ ফেলে দেওয়ার একটি ঘটনার কারণে তাদের একটি সতর্কতা দিয়েছে।[৩]
কর্মকর্তাসম্পাদনা
- ৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আইভার পোহলাক |
সহ-সভাপতি | আন্দ্রি হোবেমায়েগি |
আইনার লেপ্পায়নেন | |
সাধারণ সম্পাদক | আন্নে রেই |
কোষাধ্যক্ষ | আন্দ্রি হোবেমায়েগি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | মিহকেল উইবোলেহত |
প্রযুক্তিগত পরিচালক | ইয়ান্নো কিভিসিলদ |
ফুটসাল সমন্বয়কারী | কের্ত কুয়েত্তিস |
জাতীয় দলের কোচ (পুরুষ) | কারেল ভুলাইদ |
জাতীয় দলের কোচ (নারী) | ইয়ার্মো মাতিকাইনেন |
রেফারি সমন্বয়কারী | উনো তুতক |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Eesti Jalgpalli Liidu põhikiri" (PDF)। jalgpall.ee (Estonian ভাষায়)। EJL। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ https://www.baltictimes.com/estonian_football_association_fined_over_actions_of_bosnia_fans/
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (এস্তোনীয়)
- ফিফা-এ এস্তোনীয় ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ এস্তোনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
- পুরাতন এস্তোনীয় ফুটবল এসোসিয়েশন ওয়েবসাইট (এস্তোনীয়)