এল পি গ্যাস লিমিটেড

এলপিজি বোতলজাত ও সরবরাহকারী একটি প্রতিষ্ঠান

এল পি গ্যাস লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পেট্রোলিয়াম কোম্পানী। এর মূল অফিস উত্তর পতেঙ্গা, চট্টগ্রামে অবস্থিত।

এল পি গ্যাস লিমিটেড
শিল্পগ্যাস
প্রতিষ্ঠাকাল১৯৮৩ (1983)
সদরদপ্তর
উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম
,
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
পণ্যসমূহপেট্রোলিয়াম
ওয়েবসাইটlpgl.portal.gov.bd

ইতিহাস

সম্পাদনা

যমুনা অয়েল কোম্পানি কর্তৃক ১৯৭৭–৭৮ সালে এ কোম্পানিটি গঠন করা হয়। স্থাপনকাল হতে কোম্পানীটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি প্রকল্প হিসেবে পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে এ প্রকল্পটি “এল পি গ্যাস লিমিটেড” নামে ৩ মার্চ, ১৯৮৩ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। ১৯৮৮ সালে এ প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ঘোষনা করা হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এলপিজি স্টোরেজ, বটলিং ও ডিষ্ট্রিবিউশন প্রকল্প গ্রহণ করে, যা ১৯৯৮ সালে উৎপাদনে যায়। কৈলাশটিলা এলপিজি প্রকল্পটি ২০০৩ সালে এলপি গ্যাস লিমিটেড চট্টগ্রামের সাথে একীভূত করা হয়। 

প্ল্যান্ট ও প্রকল্প

সম্পাদনা
  • এল পি গ্যাস লিমিটেড, চট্টগ্রাম প্ল্যান্ট, চট্টগ্রাম
  • এল পি গ্যাস লিমিটেড, কৈলাশটিলা প্ল্যান্ট, সিলেট

এক নজরে

সম্পাদনা

[]

বিবরণ চট্টগ্রাম প্ল্যান্ট কৈলাশটিলা প্ল্যান্ট
প্রকল্প সমাপ্ত আগস্ট, ১৯৭৮ জুন, ১৯৯৮
বাণিজ্যিক উৎপাদন শুরু সেপ্টেম্বর, ১৯৭৮ সেপ্টেম্বর, ১৯৯৮
কোম্পানি নিবন্ধন ৩ মার্চ, ১৯৮৩
বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০০০০ মেট্রিক টন ৫৫০০ মেট্রিক টন
এলপিজি মজুদ ক্ষমতা ২৪০ মেট্রিক টন ৩০০ মেট্রিক টন

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে, এল পি গ্যাস লিমিটেড"lpgl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৩