এলিজাহ তাম্বু (ইংরেজি: Elijah Tamboo; ২২ অক্টোবর ১৯৯৩) হলেন একজন সেইশেলি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সেইশেলি ক্লাব সেন্ট লুইস সানস ইউনাইটেড এবং সেশেলস জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

এলিজাহ তাম্বু
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-10-22) ২২ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান সেশেলস
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেন্ট লুইস সানস ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫– সেন্ট লুইস সানস ইউনাইটেড
জাতীয় দল
২০১৬– সেশেলস ১৫ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৪০, ২০ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪০, ২০ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫–১৬ মৌসুমে, সেইশেলি ক্লাব সেন্ট লুইস সানস ইউনাইটেডের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। তাম্বু ২০১৬ সালে সেশেলসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সেশেলসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

এলিজাহ তাম্বু ১৯৯৩ সালের ২২শে অক্টোবর তারিখে সেশেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০১৬ সালের ১১ই জুন তারিখে, ২২ বছর, ৭ মাস ও ২০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী তাম্বু মাদাগাস্কারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সেশেলসের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচটি মাদাগাস্কার ০–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৩] সেশেলসের হয়ে অভিষেকের বছরে তাম্বু সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২০ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সেশেলস ২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২১
সর্বমোট ১৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Madagascar vs. Seychelles - 26 June 2017"Soccerway। ২৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 
  2. "Seychelles - Madagascar 0:1 (Friendlies 2016, June)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 
  3. Strack-Zimmermann, Benjamin (১১ জুন ২০১৬)। "Seychelles vs. Madagascar (0:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা