এলিজাবেথ হার্টম্যান
ম্যারি এলিজাবেথ হার্টম্যান (২৩ ডিসেম্বর ১৯৪৩ - ১০ জুন ১৯৮৭) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি তার অভিষেক চলচ্চিত্র আ প্যাচ অব ব্লু (১৯৬৫) চলচ্চিত্রে অন্ধ তরুণী সেলিনা ডার্সি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং বর্ষসেরা নবীন তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি ফ্রান্সিস ফোর্ড কোপলার ইউ আর আ বিগ বয় নাউ চলচ্চিত্রে বারবারা ডার্লিং চরিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। হার্টম্যান ডন সিগেলের দ্য বিগিল্ড ও জনপ্রিয় চলচ্চিত্র ওয়াকিং টল-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। তিনি দ্য গ্লাস মেনেজারি নাটকে লরা উইংফিল্ড ও ব্রডওয়ে মঞ্চে আওয়ার টাউন নাটকে এমিলি ওয়েব চরিত্রে অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন।[১]
এলিজাবেথ হার্টম্যান | |
---|---|
Elizabeth Hartman | |
![]() ১৯৬৬ সালে হার্টম্যান | |
জন্ম | ম্যারি এলিজাবেথ হার্টম্যান ২৩ ডিসেম্বর ১৯৪৩ ইয়ংসটাউন, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | জুন ১০, ১৯৮৭ পিটসবার্গ, পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৪৩)
মৃত্যুর কারণ | লাফিয়ে আত্মহত্যা |
সমাধি | ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক সেমেটারি, ইয়ংসটাউন, ওহাইও |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৪–১৯৮২ |
দাম্পত্য সঙ্গী | গিল ডেনিস (বি. ১৯৬৮; বিচ্ছেদ. ১৯৮৪) |
প্রারম্ভিক জীবনসম্পাদনা
ম্যারি এলিজাবেথ হার্টম্যান ১৯৪৩ সালের ২৩শে ডিসেম্বর ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংসটাউনে জন্মগ্রহণ করেন। তার মাতা ক্লেয়ার (বিবাহপূর্ব মুল্যালি; ১৯১৮-১৯৯৭) এবং পিতা বি.সি. হার্টম্যান (১৯১৪-১৯৬৪)।[২] তার জ্যানেট নামে এক বোন এবং উইলিয়াম নামে এক ভাই ছিল।[৩][৪] তিনি বোর্ডম্যান হাই স্কুলের সুদক্ষ নাট্যতত্ত্বের শিক্ষার্থী ছিলেন। ১৯৬১ সালে তিনি এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সমাপ্ত করেন।[৫] তিনি দ্য গ্লাস ম্যানেজারি মঞ্চনাটকে লরা চরিত্রে অভিনয়ের জন্য এই অঙ্গরাজ্যের উচ্চ বিদ্যালয়ের মঞ্চনাটকের সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এই সময়ে তিনি ইয়ংসটাউন প্লেহাউজে আর্থার লরেনৎসের আ ক্লিয়ারিং ইন দ্য উডস এবং আওয়ার টাউন-সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেন। তিনি পিট্সবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। সেখানে তার ভবিষ্যৎ স্বামী গিল ডেনিসের সাথে পরিচয় ঘটে। হার্টম্যান এই সময়ে কেনলি প্লেয়ার্সের হয়ে গ্রীষ্মকালীন মঞ্চনাটকে কাজ করেন।[৬]
পুরস্কার ও মনোনয়নসম্পাদনা
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৬৫ | একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | আ প্যাচ অব ব্লু | মনোনীত | [৩] |
গোল্ডেন গ্লোব পুরস্কার | সবচেয়ে সম্ভাবনাময় নবাগত - নারী | বিজয়ী | [৭] | ||
সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র | মনোনীত | ||||
১৯৬৬ | সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র | ইউ আর আ বিগ বয় নাউ | মনোনীত |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Our Town Broadway"। প্লেবিল। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
- ↑ "Claire Hartman death record"। ফ্যামিলি সার্চ। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ ক খ কন্তে, স্যান্ড্রা হ্যানসেন (২২ নভেম্বর ১৯৮৭)। "The Short Life of Elizabeth Hartman : Instant Stardom in 'Patch of Blue,' Then Unemployment, Then Suicide"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ "Biff Hartman of Playhouse Roles Has Broadway Lead"। দ্য স্টিল ভ্যালি নিউজ। নভেম্বর ২২, ১৯৬৪। পৃষ্ঠা ২৪।
- ↑ বনি, স্ট্যান (ফেব্রুয়ারি ২৬, ২০১৬)। Boardman woman remembered for Oscar-worthy performance। WKBN27। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ ফ্রেজিয়ার ২০০৫, পৃ. ১৩৫-১৩৬।
- ↑ "Winners and Nominees : Elizabeth Hartman"। গোল্ডেন গ্লোব। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সেপ্টেম্বর ১৬, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
উৎসসম্পাদনা
- ফ্রেজিয়ার, ডেভিড কে. (২০০৫)। Suicide in the Entertainment Industry: An Encyclopedia of 840 Twentieth Century Cases। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 978-1-476-60807-5।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে এলিজাবেথ হার্টম্যান (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এলিজাবেথ হার্টম্যান (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে এলিজাবেথ হার্টম্যান (ইংরেজি)