এরিন ব্রকোভিচ (চলচ্চিত্র)

স্টিভেন সোডারবার্গ পরিচালিত মার্কিন চলচ্চিত্র

এরিন ব্রকোভিচ (ইংরেজি ভাষায়: Erin Brockovich) স্টিভেন সোডারবার্গ পরিচালিত মার্কিন চলচ্চিত্র যা ২০০০ সালে মুক্তি পায়।[] মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বৈদ্যুতিক শক্তির বৃহৎ কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির বিরুদ্ধে এরিন ব্রকোভিচের আইনি লড়াইয়ের সত্য কাহিনীর উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে।[] ব্রকোভিচ চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস। উল্লেখ্য জুলিয়া রবার্টস এই চরিত্রে অবিনয় করার জন্য সেরা অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করেন। ছবিতে সত্যিকারের এরিন ব্রকোভিচ "জুলিয়া" নামের ওয়েট্রেস হিসেবে কয়েক সেকেন্ডের জন্য অভিনয় করেন যাকে ক্যামিও বলা যেতে পারে। ব্রকোভিচ বলেছেন, ছবির সাথে বাস্তবের মিল শতকরা ৯৮ ভাগ। খুব সামান্যই পরিবর্তন করা হয়েছে এতে।

এরিন ব্রকোভিচ
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোষ্টার
পরিচালকস্টিভেন সোডারবার্গ[]
প্রযোজকডেনি ভিবিটো
স্টেসি শোর
মাইকেল স্যামবার্গ
গাইল লেয়ন
জন হার্ডি
রচয়িতাসুসানা গ্র্যান্ট
শ্রেষ্ঠাংশেজুলিয়া রবার্টস
আলবার্ট ফিনে
আরোন ইখার্ট
সুরকারথমাস নিউম্যান
চিত্রগ্রাহকএডোয়ার্ড ল্যাকম্যান
সম্পাদকএনি ভি কোয়াইট
প্রযোজনা
কোম্পানি
জার্সি ফিল্মস
পরিবেশকইউনিভারসাল পিকচার্স
ইউএসএ এবং জাপান
কলম্বিয়া পিকচার্স
(আন্তর্জাতিক)
মুক্তিমার্চ ১৭, ২০০০
স্থিতিকাল১৩০ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫১ মিলিয়ন
আয়$২৫৬,২৭১,২৮৬

প্রতিক্রিয়া

সম্পাদনা

ছবিটি সমালোচকদের কাছে বিপুল প্রশংসিত হয়েছে। দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ২০০০ সালের ১৯শে মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত মার্কিন বক্স-অফিসে প্রথম স্থান অধিকার করে ছিল এই সিনেমা। ৫১ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা থেকে মোট আয় হয়েছে প্রায় ২৫৬ মিলিয়ন ডলার। রিভিউ সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ এর রেটিং ৮৩%, অর্থাৎ শতকরা ৮৩ জন সমালোচকই প্রশংসা করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৩ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা