এম শফিউল আজম

বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব

রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম এনইপি, এনডিসি, পিএসসি (জন্ম ১৪ অক্টোবর ১৯৬৪) বাংলাদেশ নৌবাহিনীর সাবেক দুই তারকা সামরিক অ্যাডমিরাল। [][] নৌবাহিনীর সহকারী চিফ (ম্যাটেরিয়াল) হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি কমোডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডে সিএসডি পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪০ বছর সামরিক বাহিনীর উচ্চপদস্থ দায়িত্ব পালন শেষে ২০২২ সালের ১৩ অক্টোবর এলপিআরে গমন করেন


এম শফিউল আজম অবঃ
জন্ম (1964-10-14) ১৪ অক্টোবর ১৯৬৪ (বয়স ৬০)
নীলফামারী
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ নৌবাহিনী
কার্যকাল১৯৮২ –২০২২
পদমর্যাদারিয়ার অ্যাডমিরাল

নেতৃত্বসমূহ
  • অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ (ম্যাটেরিয়াল)
  • কমোডর সুপারিনটেনডেন্ট ডাকিয়ার্ড
পুরস্কারনৌবাহিনী উৎকর্ষ পদক (নুপা)

প্রাথমিক এবং শিক্ষাজীবন

সম্পাদনা

এম শফিউল আজম ১৪ অক্টোবর ১৯৬৪ সালে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের চন্দনপাঠ এলাকার বড়বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতা বাংলাদেশ বিমান বাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন ছিলেন।

১৫ নভেম্বর ১৯৮২ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন করে অফিসার ক্যাডেট হিসাবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৫ এপ্রিল ১৯৮৫ সালে বাংলাদেশ নৌবাহিনীতে প্রকৌশল শাখায় কমিশন লাভ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) থেকে নৌ প্রকৌশল ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে প্রকৌশল ডিগ্রী সম্পন্ন করেন।এছারাও দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষন গ্রহণ করেন। রয়েল নেভাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সামুদ্রিক প্রকৌশল বিশেষজ্ঞ কোর্স গ্রহণ করেন।[] মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজ থেকে তার প্রথম স্টাফ কোর্সও করেন এবং পরে মিলিটারি স্টাফ কলেজ অফ জার্মানি থেকে অ্যাডমিরাল স্টাফ কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্টাডি (এমডিএস)। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মাস্টার্স (এমএসডিএস) সম্পন্ন করেন।[]

এম শফিউল আজম চাকরির মেয়াদে অনেক পদে চাকরি করেছিলেন। তিনি বিভিন্ন ওয়ারশিপ ও কারুশিল্পের প্রকৌশলী কর্মকর্তা, সিনিয়র ইঞ্জিনিয়ার অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি এনএইচকিউয়ের প্রকৌশল অধিদফতরের স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন। সিএসডির কমোডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড নিয়োগের আগে নৌ প্রকৌশল পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। চাকরির মেয়াদে তিনি যথাক্রমে বাংলাদেশ নেভাল একাডেমী ও ডিফেন্স স্টাফ কলেজে প্রশিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১৩ অক্টোবর বিকেলে বাংলাদেশ নৌ বাহিনীর চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "M Shafiul Azam ACNS(M) | m.thedailynewnation.com"The daily New Nation (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 
  2. "SDS (Navy)"। ২০১৯-০৬-১৮। 
  3. "Naval Royal Engineering College" 
  4. "Inter-Service Basketball ends- Bangladesh Navy"dhakatribune.com। ১৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯