এম আবদুস সোবহান (অধ্যাপক)
এম আবদুস সোবহান একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।[১]
অধ্যাপক ড. এম আবদুস সোবহান | |
---|---|
উপাচার্য | |
প্রাইম বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ১ ডিসেম্বর ২০০২ – ৩০ নভেম্বর ২০০৪ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
উত্তরসূরী | আমিনুল ইসলাম |
কাজের মেয়াদ ১ জুন ২০১৫ – ৩১ ডিসেম্বর ২০১৯ | |
পূর্বসূরী | প্রফুল্ল চন্দ্র সরকার |
উত্তরসূরী | জাহাঙ্গীর আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষা
সম্পাদনাতিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং ১৯৭২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর থেকে ১৯৮৯ সালে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাআবদুস সোবহান ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তিনি রাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ডেপুটেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।[২]
এম আবদুস সোবহান ২০০২ সালের ১ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনরায় একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।[৩][৪]
সদস্যপদ
সম্পাদনাতিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ ইলেকট্রনিক সোসাইটি, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রাইম ইউনিভার্সিটির নয়া ভিসি আবদুস সোবহান"। বাংলাদেশ প্রতিদিন। ৭ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ গ "List of Faculty Members - Dr. M. Abdus Sobhan" [শিক্ষকগণের তালিকা - ড. এম আবদুস সোবহান]। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২।
- ↑ "প্রাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. সোবহান"। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২।
- ↑ "Former Vice Chancellors, Prime University" [সাবেক উপাচার্যগণ, প্রাইম বিশ্ববিদ্যালয়]। প্রাইম বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২।