এম আবদুস সোবহান (অধ্যাপক)

বাংলাদেশী শিক্ষাবিদ

এম আবদুস সোবহান একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।[]

অধ্যাপক ড.
এম আবদুস সোবহান
উপাচার্য
প্রাইম বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১ ডিসেম্বর ২০০২ – ৩০ নভেম্বর ২০০৪
পূর্বসূরীঅফিস সৃষ্ট
উত্তরসূরীআমিনুল ইসলাম
কাজের মেয়াদ
১ জুন ২০১৫ – ৩১ ডিসেম্বর ২০১৯
পূর্বসূরীপ্রফুল্ল চন্দ্র সরকার
উত্তরসূরীজাহাঙ্গীর আলম
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষা

সম্পাদনা

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং ১৯৭২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর থেকে ১৯৮৯ সালে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

আবদুস সোবহান ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তিনি রাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ডেপুটেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।[]

এম আবদুস সোবহান ২০০২ সালের ১ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনরায় একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।[][]

সদস্যপদ

সম্পাদনা

তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ ইলেকট্রনিক সোসাইটি, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রাইম ইউনিভার্সিটির নয়া ভিসি আবদুস সোবহান"বাংলাদেশ প্রতিদিন। ৭ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২ 
  2. "List of Faculty Members - Dr. M. Abdus Sobhan" [শিক্ষকগণের তালিকা - ড. এম আবদুস সোবহান]। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২ 
  3. "প্রাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. সোবহান"বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২ 
  4. "Former Vice Chancellors, Prime University" [সাবেক উপাচার্যগণ, প্রাইম বিশ্ববিদ্যালয়]। প্রাইম বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২