এম. রেঙ্গাস্বামী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ২০১১ ও ২০১৬ সালে আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম দলের প্রতিনিধিত্ব করে থানজাবুর আসন থেকে তামিলনাড়ু বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি আম্মা মাক্কাল মুন্নেত্র কড়গম পার্টির প্রতিনিধিত্ব করছেন। ২০১২ সালের বিধানসভা উপনির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। [১]

মুখ্যমন্ত্রী এডাপাদি কে পলান্নস্বামীর সমর্থন প্রত্যাহার করে এবং বিদ্রোহী নেতা টিটিভি ধনীকরণের অনুগত হয়ে তাঁর দল আম্মা মাক্কাল মুন্নেত্র কড়গমে যোগ দিয়েছিলেন বলে ১৮ জন সদস্যের সাথে তাকেও স্পিকার পি ধনপাল অযোগ্য ঘোষণা করেছিলেন। [২][৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (পিডিএফ)। Govt. of Tamil Nadu। ২০১২-০৩-২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. Verdict on disqualification of 18 MLAs on June 14; Tamil Nadu on tenterhooks
  3. Echo of poll debacle: AMMK sees many jumping ship