এম-৩১১ (মিশিগান হাইওয়ে)

মিশিগানের মহাসড়ক

এম-৩১১ (মিশিগান হাইওয়ে) যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত একটি ট্রাঙ্কলাইন মহাসড়ক। রাস্তাটি ১৩.৬০০ মাইল (২১.৮৮৭কি.মি.) লম্বা। এটি দক্ষিণে বুর্লিংটনের এম-৬০ থেকে উত্তরে ইমিট টাউনশিপের আই-৯৪ এর এক্সিট ১০৪ পর্যন্ত বিস্তৃত। যদিও রাস্তাটিকে পূর্বেও ট্রাঙ্কলাইন মহাসড়ক হিসেবে বিবেচনা করা হতো, অলিখিতভাবে। পরবর্তিতে ১৯৯৮ সালের ১ অক্টোবর লিখিত ভাবে রাস্তাটিকে ট্রাঙ্কলাইন মহাসড়ক হিসেবে গন্য করা হয়।

M-311 marker

M-311

11 Mile Road
ম্যাপে এম-৩১১ লাল কালিতে চিত্রিত।
পথের তথ্য
এমডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১৩.৬ মা[১] (২১.৯ কিমি)
অস্তিত্বকাল১ অক্টোবর, ১৯৯৮ [২]–বর্তমান
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত: M-৬০, বুর্লিংটন
উত্তর প্রান্ত: I-৯৪, ব্যাটেল ক্রিক
অবস্থান
কাউন্টিসমূহক্যালহাউন।
মহাসড়ক ব্যবস্থা
I-২৯৬ M-৩৩১

রাস্তার বিবরণ সম্পাদনা

 
এম-৩১১ সাইন

এম-৩১১ রাস্তাটি এম-৬০ থেকে আই-৯৪ পর্যন্ত বিস্তৃত। বুলিংটন শহরে এম-৩১১ কে মার্শাল স্ট্রিট বলা হয়। কিউ ড্রাইভ থেকে ও ড্রাইভ পর্যন্ত এলাকায় একটা হালকা মোড় নেয় রাস্তাটি। তাছাড়া এন ড্রাইভ এ এসে এম-৩১১ উত্তরদিকে ঘুরে যায়। ডি ড্রাইভের কাছে, রাস্তাটি হাইড লেক অতিক্রম করে। এম-৩১১ কালামাজু রিভার অতিক্রম করে আই-৯৪ এর একটু দক্ষিণে। পুরো রাস্তাটিই একটি দুই-লেন বিশিষ্ট গ্রাম্য মহাসড়ক, যা কিনা বনজঙ্গল এবং কৃষিজমি ভেদ করে চলে।[৩][৪] যদিও রাস্তাটি জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়। [৫]

ইতিহাস সম্পাদনা

এম-৩১১ রাস্তাটি ১ অক্টোবর, ১৯৯৮ সালে গভর্নর জন এনলার তৈরী করেন। আসল রাস্তাটি ছিল আই-৯৪ থেকে রেইমন্ড অ্যাভিনিউ পর্যন্ত । এটি রেইমন্ড অ্যাভিনিউ হয়ে ইমিট স্ট্রিট এ পৌছাত, পূর্ব কপার অ্যাভিনিউতে পৌছানোর পূর্বে। কপার অ্যাভিনিউতে এন-৩১১ এন ড্রাইভ হয়ে পূর্বদিকে ১১ মাইল রোড পর্যন্ত চলতে থাকে। সেখানে এটি ১১ মাইল রোড থেকে বুর্লিংটনের এম-৬০ পর্যন্ত বিস্তৃত।[২] তারপর রাস্তাটি ক্যালহাউন কাউন্টির অধিভুক্ত হয়। এই বাদ দেওয়া অংশটি একটি ইউ-টার্ন তৈরী করেছে। ডিসেম্বর, ২০০৯ থেকে রাস্তাটি সাইন করা জমি হিসেবে।[৪]

মূখ্য অংশবিশেষ সম্পাদনা

সম্পূর্ণ মহাসড়ক হল ক্যালহাউন কাউন্ট্রি-এ।

অবস্থানমাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
বুর্লিংটন০.০০০০.০০০  M-৬০ (ল্যারো স্ট্রিট)
ইমিট চার্টার টাউনশিপ১৩.৬০০২১.৮৮৭  I-৯৪  – ডেট্রয়েট, শিকাগোএক্সিট ১০৪, আই-৯৪
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র সম্পাদনা

  1. মিশিগান পরিবহন বিভাগ & সমাধান এবং প্রযুক্তি অংশীদারী শেয়ারকৃতর জন্য মিশিগান কেন্দ্র (২০০৯)। MDOT ফিজিক্যাল রেফারেন্স ফাইন্ডার অ্যাপ্লিকেশন (মানচিত্র)। মিশিগান পরিবহন বিভাগ। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১০ 
  2. Truscott, John (সেপ্টেম্বর ২৪, ১৯৯৮)। "MDOT Accepts Responsibility for 120 Miles of Local Roads" (সংবাদ বিজ্ঞপ্তি)। Michigan Department of Transportation। সংগ্রহের তারিখ আগস্ট ২৬, ২০০৮ 
  3. গুগল (আগস্ট ২২, ২০১০)। "Overview Map of M-311" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১০ 
  4. মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (২০১০)। Official Department of Transportation Map (মানচিত্র)। 1 in≈15 mi / 1 cm≈9 km (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন। ওসিএলসি ৪২৭৭৮৩৩৫, ৬৩৯৯৬০৬০৩ 
  5. Michigan Department of Transportation (এপ্রিল ২৩, ২০০৬)। National Highway System, Michigan (PDF) (মানচিত্র)। Lansing: Michigan Department of Transportation। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

রুটের মানচিত্র:

KML is from Wikidata