এমেকা এজেউগো

নাইজেরীয় ফুটবলার

এমেকা এজেউগো (Emeka Ezeugo) একজন প্রাক্তন নাইজেরীয় ফুটবলার। আশির দশকের শেষভাগে মোহামেডান দলের শীর্ষস্থানীয় তারকা ছিলেন। সেসময়ের জাতীয় ফুটবল লীগে মোহামেডানের আধিপত্যের একটি মুল কারণ, এবং লীগের সেরা বিদেশী খেলোয়াড়দের অন্যতম। তিনি দর্শক ও সাংবাদিক উভয়ের কাছেই এমেকা নামে অধিক পরিচিত ছিলেন। এমেকা ১৯৯৪ এর নাইজেরীয় বিশ্বকাপ ফুটবল দলের সদস্য ছিলেন। [১]

২০১২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ থাকাকালীন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Saurabh Duggal (১৬ জুলাই ২০১৮)। "From Chandigarh to FIFA World Cup, Nigerian Emeka Ezeugo traces his journey"Hindustan Times। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১ 
  2. "New Age | Newspaper"। Newagebd.com। ২০১২-০২-১৩। ১০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১৫