এমসিজিএস ব্যারাকুদা

এমসিজিএস ব্যারাকুদা হল জাতীয় উপকূলরক্ষী মরিশাসের একটি কোরা-শ্রেণির অফশোর টহল জাহাজকলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত জাহাজটি ২০১৩ সালের ২ অগাস্ট জলে ভাসানো হয়। এটি কোনও ভারতীয় শিপইয়ার্ড দ্বারা রফতানি করা প্রথম যুদ্ধজাহাজ।[২][৩]

অর্পণের সময় সমুদ্রে এমসিজিএস ব্যারাকুদা
ইতিহাস
 মরিশাস
নাম: এমসিজিএস ব্যারাকুদা
নির্মাতা: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স
নির্মাণের সময়: ২৩ এপ্রিল ২০১২
অভিষেক: ২ অগাস্ট ২০১৩
অর্জন: ২০ ডিসেম্বর ২০১৪
অবস্থা: সক্রিয়
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার ও শ্রেণী: কোরা শ্রেণি
ওজন: ১,৩৫০ টন পূর্ণ বোঝা
দৈর্ঘ্য: ৭৪.১ মিটার (২৪৩ ফুট)
প্রস্থ: ১১.৪ মিটার (৩৭ ফুট)
ড্রাফট: ৩.৫ মিটার (১১ ফুট)
গতিবেগ: ২২.৫ নট (৪২ কিমি/ঘ)[১]
সীমা: ৫,০০০ কিলোমিটার (২,৭০০ নটিক্যাল মাইল; ৩,১০০ মাইল)

ইতিহাস সম্পাদনা

ভারতমরিশাস ২০১১ সালের মার্চ মাসে এমসিজিএস ব্যারাকুদা ক্রয়ের চুক্তি সম্পাদন করে। এর তলি ২০১২ সালের এপ্রিলে স্থাপন করা হয় এবং ২০১৩ সালের ২ অগাস্ট জলে ভাসানো হয়।[৪] এই জাহাজটি ৪২ মাসের মধ্যে তৈরি করা হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে মরিশাসে রাষ্ট্রীয় সফরের সময় মরিশাসের জাতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "India to export warship to Mauritius"। Deccan Herald। ১০ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪ 
  2. "Warship for Mauritian coast guard"। The Hindu। ৩ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪ 
  3. "GRSE launches first export warship for Mauritian coastguard"। The Hindu। ৩ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪ 
  4. "India-made warship for Mauritius launched"। The New Indian Express। ৩ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪