এমভি সালাহউদ্দিন-২

এমভি সালাহউদ্দিন-২ ছিল একটি লঞ্চ যা ২০০২ সালের ৩ মে বাংলাদেশের ঢাকার দক্ষিণে, চাঁদপুরের ষাটনলে মেঘনা নদীতে রাত্রিবেলা ডুবে যায়। এই দুর্ঘটনার কবলে পড়ে ৪৫০ জনেরও অধিক লোক প্রাণ হারায়।[১]

এমভি সালাহউদ্দিন-২
তারিখ৩ মে ২০০২
সময়রাত্রিবেলা
অবস্থানচাঁদপুরের ষাটনলে,মেঘনা নদী, বাংলাদেশ
কারণডুবে যায়
মৃত৪৫০ জনের বেশি

২০০২ সালের ০৩ মে এই দিনে ঢাকা-কালাইয়া-রাঙ্গাবালীর সালাউদ্দিন-২ চাঁদপুরের ষাটনলে ঝড়ের কবলে ডুবে যায়। ৪৫০ জনের অধিক মারা যায়,বেঁচে ফিরে ১০০ এর মতো।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ferry Wreck Yields Over 300 Bodies"The Washington Post। ৭ মে ২০০২। 

আরো পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা