এভাঞ্জেলিস্তা তর্‌‌রিচেল্লি

ইতালীয় পদার্থবিজ্ঞানী

এভাঞ্জেলিস্তা তর্‌‌রিচেল্লি (ইতালীয়: Evangelista_Torricelli; আ-ধ্ব-ব: [evandʒeˈlista torriˈtʃɛlli]; শুনুন; ১৫ অক্টোবর ১৬০৮ – ২৫ অক্টোবর ১৬৪৭) একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ এবং গালিলেও-র ছাত্র ছিলেন। তিনি বায়ুচাপমানযন্ত্র বা ব্যারোমিটার আবিষ্কারের জন্য পরিচিত, কিন্তু আলোকবিজ্ঞান এবং অবিভাজ্য পদ্ধতিতে তার কাজের অগ্রগতির জন্যও বিখ্যাত ।

এভাঞ্জেলিস্তা তর্‌‌রিচেল্লি
লোরেঞ্জো লিপি কর্তৃক অঙ্কিত এভাঞ্জেলিস্তা তর্‌‌রিচেল্লি প্রতিকৃতি (আনু. ১৬৪৭)
জন্ম(১৬০৮-১০-১৫)১৫ অক্টোবর ১৬০৮
মৃত্যু২৫ অক্টোবর ১৬৪৭(1647-10-25) (বয়স ৩৯)
জাতীয়তাইতালীয়
নাগরিকত্বপেপাল রাষ্ট্রে
মাতৃশিক্ষায়তনরোম সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণব্যারোমিটার
তর্‌‌রিচেল্লির সূত্র
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিদ,
গণিতবিদ
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাবেনডেটো ক্যাস্টেলি
উল্লেখযোগ্য শিক্ষার্থীভিনসেঞ্জো ভিভিয়ানি
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনগ্যালিলিও গ্যালিলেই
যাদেরকে প্রভাবিত করেছেনরবার্ট বয়েল[]

প্রথম জীবন

সম্পাদনা

১৬০৮ সালের ১৫ অক্টোবর এভাঞ্জেলিস্তা তর্‌‌রিচেল্লি রোমে জন্মগ্রহণ করেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Marie Boas, রবার্ট বয়েল এবং সতেরো শতকের রসায়ন, কাপ সংরক্ষণাগার, ১৯৫৮, p. 43.