এবিসি স্পার্ক কোরাস এন্টারটেইনমেন্টের মালিকানাধীন একটি কানাডীয় ইংরেজি ভাষার বিশেষত্ব চ্যানেল। নিম্নগামী চ্যানেল ডাস্ককে প্রতিস্থাপন করে ২০১২ সালের ২৬ মার্চে চ্যানেলটি সম্প্রচার শুরু করে।[১][২]

এবিসি স্পার্ক
উদ্বোধন২৬ মার্চ ২০১২; ১১ বছর আগে (2012-03-26)
মালিকানাকোরাস এন্টারটেইনমেন্ট
(ওয়াল্ট ডিজনি টেলিভিশন থেকে ব্র্যান্ডিং লাইসেন্স করা)
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি
(এসডিটিভি ফিডের জন্য লেটারবক্স ৪২০আইতে ডাউনস্কেল করা)
দেশকানাডা
ভাষাইংরেজি
প্রচারের স্থানদেশজুড়ে
প্রধান কার্যালয়টরন্টো, অন্টারিও
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ওয়েবসাইটএবিসি স্পার্ক

এবিসি স্পার্ক মার্কিন সাবস্ক্রিপশন চ্যানেল ফ্রিফর্মের উপর ভিত্তি করা এবং এটি বেশিরভাগ কৈশোর, অল্পবয়সী প্রাপ্তবয়স্ক, এবং প্রাক-কৈশোরদের জন্য অনুষ্ঠানসমূহ প্রচার করে, কিছু সিটকম ধারাবাহিক সহ। চ্যানেলের নাম এবং বিভিন্ন অনুষ্ঠানসমূহ ওয়াল্ট ডিজনি টেলিভিশনের সংস্থা এবিসি ফ্যামিলি ওয়ার্ল্ডওয়াইডের থেকে লাইসেন্স করা।[৩]

ইতিহাস সম্পাদনা

ঘোষণা এবং উদ্বোধন (২০১১–২০১২) সম্পাদনা

২০১১ সালের ২৬ অক্টোবরে কোরাস এন্টারটেইনমেন্ট এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মধ্যে একটি অনুষ্ঠান লাইসেন্সিং চুক্তির অংশে এবিসি স্পার্কের উদ্বোধনের ঘোষণা করা হয়।[৪] "এবিসি স্পার্ক" নামের ব্যবহার, "এবিসি ফ্যামিলি" এর বিপরীতে, সম্ভবত ফ্যামিলি চ্যানেলের সাথে বিভ্রান্ত এড়ানোর জন্য, যা সেই সময় এবিসি ফ্যামিলির ভ্রাতৃপ্রতিম ডিজনি চ্যানেল থেকে অনুষ্ঠানসমূহ প্রচার করেছে।[৫] ২০১২ সালের ফেব্রুয়ারিতে চ্যানেলের সম্প্রচার লাইসেন্স, অস্থায়ীভাবে তখন হারমনি নামে পরিচিত, কানাডীয় রেডিও-টেলিভিশন ও টেলিযোগাযোগ কমিশন দ্বারা অনুমোদিত হয়।[৬]

নির্বাচিত এবিসি ফ্যামিলির অনুষ্ঠান যেগুলো এবিসি স্পার্কে প্রচার হতে ছিল সেগুলো কোরাসের ওয়াইটিভি, ডাব্লিউ নেটওয়ার্ক, এবং সিএমটিতে বিশেষ স্নিক প্রদর্শন ব্লকে প্রচার হওয়া শুরু হয় চ্যানেলের উদ্বোধনের আগামে ২০১২ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু করে, যেহেতু সেই চ্যানেলগুলোর সাথে বাকি কোরাসের মালিকানাধীন চ্যানেলগুলো এবিসি স্পার্কের ব্যাপারে বিজ্ঞাপন প্রচার করেছে।[৭] ২০১২ সালের ২৬ মার্চে উদ্বোধনে চ্যানেলটি কোরাস (৫১%) এবং শ মিডিয়ার (৪৯%) মালিকানাধীন।[৮]

এবিসি স্পার্কের লাইসেন্স স্থানান্তর; শ মিডিয়ার মালিকানা স্বত্বের কোরাসের ক্রয় (২০১৩) সম্পাদনা

চ্যানেলের উদ্বোধনের কিছুক্ষণ পর সিআরটিসি পূর্বে ডাস্কের মালিকানাধীন সংখ্যাযুক্ত কোম্পানির কাছে এবিসি স্পার্কের লাইসেন্স স্থানান্তর করার জন্য একটি মুলতুবি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাস্ক ৫১% কোরাসের এবং ৪৯% শ মিডিয়ার মালিকানাধীন ছিল।[৯][১০] কিন্তু ২০১৩ সালের ৪ মার্চে কোরাস এন্টারটেইনমেন্ট ঘোষণা করে যে উনারা এবিসি স্পার্কে শ মিডিয়ার ৪৯% মালিকানা স্বত্ব ক্রয় করবে, একটি আরও বড় লেনদেনে যেতে কোরাস হিস্তোরিয়া এবং সেরিপ্ল্যুসে শয়ের ৫০% মালিকানা ক্রয় করবে, এবং কোরাস ফুড নেটওয়ার্কে এর ২২.৫৮% ভাগ বিক্রি করবে। মোটে শ নগদে প্রায় $৯.৫ কোটি নেট আয় পাবে।[১১] ২০১৩ সালের এপ্রিলে এবিসি স্পার্কের ভাগের বিক্রয় বন্ধ হয়ে যায়।[২]

ডিজনির সাথে বিস্তৃত সম্পর্ক; প্রথম মূল ধারাবাহিক (২০১৫–২০১৬) সম্পাদনা

২০১৫ সালের এপ্রিলে কোরাস এন্টারটেইনমেন্ট ডিজনির সাথে এর সম্পর্ক বিস্তৃত করবে, এবং কোরাস ডিজনি চ্যানেলের অনুষ্ঠানসমূহ এবং সম্পর্কিত ব্র্যান্ডের স্বত্ব ক্রয় করেছে, যার ফলে ডিজনি চ্যানেলের কানাডীয় সংস্করণের উদ্বোধন, এবং ডিজনি জুনিয়র এবং ডিজনি এক্সডির পুনঃউদ্বোধন হয়, ডিএইচএক্স মিডিয়া ডিজনির অনুষ্ঠান প্রচার করার চুক্তি পুনর্নবীকরণ করার বিরুদ্ধে দাঁড়ানোর পর।[১২][১৩]

২০১৫ সালের অক্টোবরে এবিসি ফ্যামিলি ২০১৬ সালের জানুয়ারিতে নিজেকে "ফ্রিফর্ম" নামে পরিবর্তন করার ঘোষণা করে।[১৪] মার্কিন নেটওয়ার্ক দ্বারা ব্যবহৃত সম্প্রচার ইমেজিং ব্যবহার করেও এবিসি স্পার্ক ফ্রিফর্ম নামটি গ্রহণ করলো না।

২০১৫ সালের অক্টোবরের শেষে এবিসি স্পার্ক চিয়ার স্কোয়াড নামের এর প্রথম মূল ধারাবাহিক প্রযোজনা করেছে। সেই হল একটি ডকিউ-বাস্তব ধারাবাহিক যা ২০১৬ সালের ৫ জুলাইতে প্রচার হয়।[১৫]

অনুষ্ঠানসমূহ সম্পাদনা

এবিসি স্পার্ক যুক্তরাষ্ট্রের ফ্রিফর্মের জন্য প্রযোজিত বেশিরভাগ অনুষ্ঠান প্রচার করে (প্রিটি লিটল লায়ারস: দ্য পারফেকশনিস্টস প্রচার হয় ডাব্রিউ নেটওয়ার্কে),[১৬] ৩১ নাইটস অফ হ্যালোউইন এবং ২৫ ডেইজ অফ ক্রিসমাস ঘটনার এর নিজস্ব সংস্করণ সহ, যেগুলি তাদের নিজ ছুটির দিনে বিশেষ অনুষ্ঠানসমূহ সম্প্রচার করে। চ্যানেলটির দৈনিক অনুষ্ঠানমালায় রয়েছে অর্জিত সিটকম এবং ধারাবাহিক নাটক, কোরাসের মালিকানাধীন অন্যান্য চ্যানেল থেকে সিন্ডিকেট করা অনুষ্ঠানসমূহ সহ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Punter, Jennie (২৬ অক্টোবর ২০১১)। "ABC Spark launches in Canada"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  2. "Press Release - Corus Entertainment Receives CRTC Approval on TELETOON Canada Inc., Historia and Séries+ Acquisitions"কোরাস এন্টারটেইনমেন্ট। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  3. ABC partners with Corus to launch youth network in Canada লস অ্যাঞ্জেলেস টাইমস, ২৬ অক্টোবর ২০১১
  4. ভ্লেসিং, ইটান (২৬ অক্টোবর ২০১১)। "ABC Spark To Launch in Canada in Spring 2012"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  5. উইটক, জেসি (১ জুন ২০১২)। "Canada lights up for ABC Spark"সি২১মিডিয়া। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  6. Broadcasting Decision CRTC 2012-93 সিআরটিসি, ১৪ ফেব্রুয়ারি ২০১২
  7. "Corus' ABC Spark to launch March 26th"ব্রডকাস্টার ম্যাগাজিন। ৫ জানুয়ারি ২০১২। ১২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  8. ওয়েজ, পিপ। "ABC Spark"broadcasting-history.ca। কানাডীয় যোগাযোগ ফাউন্ডেশন। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  9. কানাডীয় রেডিও-টেলিভিশন ও টেলিযোগাযোগ কমিশন (১০ এপ্রিল ২০১২)। "Broadcasting notice of consultation CRTC 2012-212"। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  10. কানাডীয় রেডিও-টেলিভিশন ও টেলিযোগাযোগ কমিশন (২০ মে ২০১০)। "Financial summaries: Dusk (formerly Scream), 3924181 Canada Inc."। ৩১ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  11. "Shaw, Corus and Bell ink specialty channel sales agreements"মিডিয়াকাস্টার ম্যাগাজিন। বিজনেস ইনফর্মেশন গ্রুপ। ৫ মার্চ ২০১৩। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  12. "Corus Entertainment snaps up Disney content from DHX Media, plans to launch Disney channel in Canada"ফাইন্যান্সিয়াল পোস্টপোস্টমিডিয়া নেটওয়ার্ক। ১৬ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  13. ডিকসন, জেরেমি (২১ আগস্ট ২০১৫)। "DHX TV reveals fall skeds for rebranded channels"কিডস্ক্রিন। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  14. লেসলি গোল্ডবার্গ (৬ অক্টোবর ২০১৫)। "ABC Family Changing Its Name to Freeform"দ্য হলিউড রিপোর্টারপ্রমিথিউস গ্লোবাল মিডিয়া 
  15. Alessi, Sara (৩০ অক্টোবর ২০১৫)। "Production Begins on ABC Spark's First Original Series"ওয়ার্ল্ড স্ক্রিন। ডাব্লিউএসএন ইনকর্পোরেটেড। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  16. "Pretty Little Liars: The Perfectionists - W Network"www.wnetwork.com। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা