এফের
এফের (এছাড়াও এফেরা'ইম বা এফ্রাইন, (হিব্রু ভাষায়: עֵפֶר ʿএফের)) আদিপুস্তকের ২৫ অধ্যায়ের ৪র্থ ভাষ্য অনুসারে আব্রাহাম ও কেতুরার নাতি ছিলেন।[১] ইহুদি ঐতিহাসিক ফ্লাভিয়াস জোসেফাস দাবি করেছেন, এফেরের বংশধর লিবিয়া আক্রমণ করেছিলেন। জোসেফাস আরও দাবি করেছিলেন যে এফের নাম থেকে 'আফ্রিকা' মহাদেশের ব্যুৎপত্তিগত মূলনাম এসেছে।[২] বাইবেল অনুসারে, তিনি ছিলেন মিদিয়ানের পুত্র।[১] ক্লিওডেমাস ম্যালকাসের মতে, এফেরের কন্যা হারকিউলিসকে বিয়ে করেছিল।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ আদিপুস্তক ২৫:১–৪ (১৯১৭ [আমেরিকার ইহুদি প্রকাশনা সোসাইটি] অনুবাদ). "ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্দায়া ছিল মিদিয়নের সন্তান।"
- ↑ ক খ টয়, ক্রাফোর্ড হয়েল; ব্রয়ডে, আইজাক (১৯০৬)। দ্য জিউয়িশ এনসাইক্লোপেডয়া। JewishEncyclopedia.com।