এফসি স্যান্টা কুলোমা

এফসি স্যান্টা কুলোমা হচ্ছে একটি অ্যান্ডোরীয় ফুটবল ক্লাব, যেটির সদর দপ্তর অ্যান্ডোরা লা ভেলার পার্শ্বে স্যান্টা কুলোমা গ্রামে অবস্থিত। এই ক্লাবটি বর্তমানে প্রিমেরা দিভিসিও লীগে খেলছে এবং উক্ত লীগের বর্তমান চ্যাম্পিয়ন। ক্লাবটি সর্বমোট ১৩টি লীগ শিরোপা জয়লাভ করার মাধ্যমে লীগের সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে। এই ক্লাবটি ১০ বার শিরোপা জয়লাভ করার মাধ্যমে কোপা কন্সটিটুসুোর সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে।

এফসি স্যান্টা কুলোমা
এফসি স্যান্টা কুলোমা
পূর্ণ নামফুটবল ক্লাব স্যান্টা কুলোমা
ডাকনামএফসিএসসি
কুলোমেঙ্কস
কুলোমা (ঘুঘু)
এল ডন (প্রভু অথবা স্যার)
প্রতিষ্ঠিত১৯৮৬; ৩৭ বছর আগে (1986)
মাঠঅ্যান্ডোরা ফুটবল ফেডারেশন স্টেডিয়াম
সভাপতিআলাইন মোলনে কিরিক
ম্যানেজারমার্ক রদ্রিগেজ
লিগপ্রিমেরা দিভিসিও
২০১৮–১৯প্রিমেরা দিভিসিও, ১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ইতিহাসসম্পাদনা

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এফসি স্যান্টা কুলোমা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রিমেরা দিভিসিও-এর প্রতিষ্ঠাতা সদস্য।[১] ২০০১ সাল থেকে ক্লাবটি প্রিমিয়ার অ্যান্ডোরীয় লীগ (১৩)[১] এবং অ্যান্ডোরীয় কাপের (১০) সকল রেকর্ড ধারণ করে সকল অ্যান্ডোরীয় প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য উপভোগ করেছে।[২]

অর্জনসম্পাদনা

লীগ ইতিহাসসম্পাদনা

মৌসুম বিভাগ অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো পয়েন্ট
২০১১–১২ প্রিমেরা দিভিসিও ২০ ১১ ৫৬ ১৭ ৩৮
২০১২–১৩ প্রিমেরা দিভিসিও ২০ ১০ ৩০ ১৫ ৩৯
২০১৩–১৪ প্রিমেরা দিভিসিও ২০ ১৩ ৫০ ১২ ৪২
২০১৪–১৫ প্রিমেরা দিভিসিও ২০ ১৩ ৬৪ ১৪ ৪২
২০১৫–১৬ প্রিমেরা দিভিসিও ২০ ১৪ ৪৪ ৪৭
২০১৬–১৭ প্রিমেরা দিভিসিও ২৭ ১৮ ৫৭ ২১ ৬০
২০১৭–১৮ প্রিমেরা দিভিসিও ২৭ ১৮ ৬২ ২০ ৫৮
২০১৮–১৯ প্রিমেরা দিভিসিও ২৭ ১৫ ৪১ ১৮ ৫৪

ম্যানেজারসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Competicions : Lliga Nacional de Futbol (1ª divisió)"Faf.ad। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮ 
  2. "Competicions : Copa Constitució (futbol)"Faf.ad। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮ 

বহিঃসংযোগসম্পাদনা