এপিক ব্রাউজার

ভারতীয় ওয়েব ব্রাউজার

এপিক (ইংরেজি: Epic) একটি প্রাইভেসি-কেন্দ্রিক ওয়েব ব্রাউজার। হিডেন রিফ্লেক্স নামক একটি সফটওয়্যার কোম্পানি এর ডেভেলপার, যারা ক্রোমিয়াম সোর্স কোড থেকে এটি বিল্ড করে। [৩] এপিক সবসময় "প্রাইভেট ব্রাউজিং মুড"-এ থাকে। ব্রাউজার থেকে বেরোলেই সব ডাটা নুছে যায়। এমনকি ব্রাউজিঙের সময়ও যতটা সম্ভব কম ডাটা সংরক্ষণ করা হয়। গুগল ট্র‍্যাকিঙের সমস্ত অপশন ও অন্য কোম্পানির ট্র‍্যাকিং ব্যবস্থাও তারা বন্ধ করে দিয়েছে। [৪]

এপিক
উন্নয়নকারীহিডেন রিফ্লেক্স
প্রাথমিক সংস্করণ১৫ জুলাই ২০১০; ১৩ বছর আগে (2010-07-15)
সর্বশেষ সংস্করণ91.0.4472.124 / ২৬ জুলাই ২০২১; ২ বছর আগে (2021-07-26)
অপারেটিং সিস্টেমমাইক্রোসফট উইন্ডোজ ৭ ও তার পর,[১]
ম্যাক ওএস
ইঞ্জিনওয়েবকিট
লাইসেন্সমালিকানাধীন[২]
ওয়েবসাইটwww.epicbrowser.com

ইতিহাস সম্পাদনা

আগস্ট ২৯, ২০১৩ সালে এপিক মুক্তি পাহ। এটি ভারতীয় ব্যবহারকারীদের জন্যে বিশেষায়িত ব্রাউজার। ব্রাউজারটিতে সোশ্যাল নেটওয়ার্কিং, চ্যাট ক্লায়েন্ট ও ইমেইল সুবিধা অংশভূক্ত ছিলো।[৫][৬][৭][৮]

বৈশিষ্ট্য সম্পাদনা

এপিকের ডিফল্ট কনফিগারেশনে ব্রাউজার থেকে প্রস্থানের পরপরই সেশন ডাটা (যেমন কুকি, হিস্ট্রি এবং ক্যাশে) মুছে যায়। ব্রাউজারটিতে প্রোক্সি সেবা রয়েছে, ব্যবহারকারী ইচ্ছায় যা সক্রিয় করা যায় এবং সার্চ ইঞ্জিন ব্যবহারের সময় তা স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যায়। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, এসএসএল সংযোগকে অগ্রাধিয়াএ দেয়া এবং ডু নট ট্র‍্যাক হেডার পাঠানো, যা আরও উন্নত প্রাইভেসি নিশ্চিত করে।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Updates to Chrome platform support"googleblog.com। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭ 
  2. "Epic Browser Terms & Conditions"। Hidden Reflex। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৪ 
  3. "Epic Privacy Browser"। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৩ 
  4. "Epic Privacy Browser Features. Epic is a secure chromium-based web browser that protects your privacy online."www.epicbrowser.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৮ 
  5. Sharma, Ojas (১৫ জুলাই ২০১০)। "Indian Startup Launches Epic Web Browser"। PC World। ২৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১০ 
  6. PRWeb/Hidden Reflex। "Hidden Reflex Launches New Epic Privacy Browser To Confront Growing Anxieties About Online Privacy"। ২০২১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২৯ 
  7. PTI। "Epic: first web browser for India launched"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৬ 
  8. "First Browser with an Indian Origin - Epic"। Techtree.com। ২০১০-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৬ 
  9. "How Epic Protects You"Epic Privacy Browser। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৩