এন আকন্দ কামিল মাদরাসা

এন আকন্দ কামিল মাদরাসা, নেত্রকোণা ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার সদর উপজেলার একটি আলিয়া মাদরাসা[১][২] ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই আলিয়া মাদরাসা ময়মনসিংহ বিভাগের মধ্যে একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান।[৩][৪] বর্তমানে এই মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এই মাদ্রাসায় অনার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে এই মাদ্রাসার অধ্যক্ষের নাম মোঃ আব্দুল বাতেন।

এন আকন্দ কামিল মাদরাসা, নেত্রকোণা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৬৫; ৫৯ বছর আগে (1965-01-01)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমোঃ আব্দুল বাতেন
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৮০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনগ্রাম্য
EIIN সংখ্যা১১৩১৮১
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৪১১০০১২৩০১
ওয়েবসাইটhttp://113181.ebmeb.gov.bd/

ইতিহাস সম্পাদনা

এন আকন্দ কামিল মাদরাসা ১৯৬৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। তবে এই মাদ্রাসা দীর্ঘসময় পর্যন্ত স্বীকৃতি পায়নি, ১৯৯৩ সালের ৯ নভেম্বর এই মাদ্রাসা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি পায়।[৫] এবং মাদ্রাসার কার্যক্রম দেখে বাংলাদেশ সরকার কামিল মাদ্রাসায় উন্নীত করে। ২০০৬ সাল থেকে এই মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত ছিলো,[৬] এরপর থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে। ২০২০ সালে এই মাদ্রাসায় দুই কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে চার তলা নতুন একাডেমিন ভবনের কাজ শুরু হয়।[৭]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

এই মাদ্রাসায় দাখিল থেকে শুরু করে কামিল শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। ফাজিল ও কামিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস প্রভৃতি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এই মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে থাকে, এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কামিল পরীক্ষক তালিকা - আরবি বিশ্ববিদ্যালয়" (পিডিএফ)ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  2. "নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  3. "মাদ্রাসার তালিকা: নেত্রকোণা জেলা"netrokona.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  4. "সাভার ও নেত্রকোনায় প্রাথমিক বাছাই আজ | daily nayadiganta"The Daily Nayadiganta। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  5. "N. Akand Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  6. "পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া" (পিডিএফ)ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ১০ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  7. "নেত্রকোনা এন আকন্দ কামিল মাদ্রাসার চার তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন"durjoy bangla | দুর্জয় বাংলা (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-১১। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪