এন৭ (বাংলাদেশ)
জাতীয় মহাসড়ক ৭ বা এন৭ বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক যা রাজধানী ঢাকার কাছাকাছি দৌলতদিয়া ফেরিঘাট এবং বাগেরহাট জেলার মংলা বন্দরকে সংযুক্ত করেছে।[১] এটি ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি বৃহত্তম শহর ও নগরের মধ্য দিয়ে গেছে। মহাসড়কটি বিভিন্ন স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক, যশোর-খুলনা মহাসড়ক এবং খুলনা-মংলা মহাসড়ক নামে পরিচিত।
জাতীয় মহাসড়ক ৭ | ||||
---|---|---|---|---|
ঢাকা-খুলনা মহাসড়ক দৌলদিয়া-মংলা মহাসড়ক খুলনা-মংলা সড়ক | ||||
![]() গড়াই সেতু সংলগ্ন এন৭ | ||||
পথের তথ্য | ||||
এএইচ১ এএইচ৪১-এর অংশ | ||||
দৈর্ঘ্য | ২৫২ কিলোমিটার[১] (১৫৭ মাইল) | |||
প্রধান সংযোগস্থল | ||||
দৌলদিয়া প্রান্ত: | দৌলতদিয়া ফেরিঘাট | |||
মংলা প্রান্ত: | মংলা বন্দর | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
বাংলাদেশে দক্ষিণ-পশ্চিমাংশে অসংখ্য নদ ও নদী রয়েছে, যার ফলে এই মহাসড়কে সবচেয়ে বেশি সেতু ও কালভার্ট রয়েছে। এটি মহাসড়কটি দুই লেনের।
জেলা অনুযায়ী এন ৭
সম্পাদনাএন৭ তার যাত্রা পথে মোট ৭টি জেলা অতিক্রম করেছে। জেলা গুলো হলো-
রাজবাড়ী জেলা
সম্পাদনাএন৭-এর ১৮.৬৫ কিলোমিটার (১১.৫৯ মাইল) রাজবাড়ী জেলার ও গোয়ালন্দ ও সদর উপজেলার মধ্যে রয়েছে।
উপজেলা | অবস্থান | সংযোগস্থলের নাম | সংযুক্ত সড়ক |
---|---|---|---|
গোয়ালন্দ | দৌলোদিয়া | দৌলোদিয়া ফেরিঘাট | এন৭০১ |
দৌলোদিয়া | টার্মিনাল রোড | এন৭০১ | |
রাজবাড়ী সদর | আহলাদিপুর | গোয়ালন্দ মোড় | আর৭১০ |
ফরিদপুর জেলা
সম্পাদনাএন৭-এর ৪৭.১১ কিলোমিটার (২৯.২৭ মাইল) ফরিদপুর জেলার ফরিদপুর সদর ও মধুখালী উপজেলার মধ্যে রয়েছে।
উপজেলা | অবস্থান | সংযোগস্থলের নাম | সংযুক্ত সড়ক |
---|---|---|---|
ফরিদপুর সদর | গোয়াচামট | রাজবাড়ী রাস্তার মোড় | এন৮০৩ / এন৮০৮ |
মধুখালী | মধুখালী | পাট বাজার মোড় | জেড৭১০২ |
মাগুরা জেলা
সম্পাদনাএন৭-এর ২৫.০৮ কিলোমিটার (১৫.৫৮ মাইল) মাগুরা জেলার শ্রীপুর, মাগুরা সদর ও শালিখা উপজেলার মধ্যে রয়েছে।
উপজেলা | অবস্থান | সংযোগস্থলের নাম | সংযুক্ত সড়ক |
---|---|---|---|
শ্রীপুর | ওয়াপদা | ওয়াপদা বাস স্ট্যান্ড | আর৭১৬ |
মাগুরা সদর | মাগুরা | আর৭২১ | |
ঢাকা রোড | আর৭২০ | ||
ভায়না মোড় | এন৭০২ | ||
স্টেডিয়াম মোড় | জেড৭০১১ |
ঝিনাইদহ জেলা
সম্পাদনাএন৭-এর ৪৩.৮৪ কিলোমিটার (২৭.২৪ মাইল) ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার মধ্যে রয়েছে।
উপজেলা | অবস্থান | সংযোগস্থলের নাম | সংযুক্ত সড়ক |
---|---|---|---|
ঝিনাইদহ সদর | ঝিনাইদহ | ঝিনাইদহ বাস টার্মিনাল | এন৭০৩ / এন৭১২ |
আলহেরা বাসস্ট্যান্ড | এন৭১২ | ||
কালীগঞ্জ | কালীগঞ্জ | মেইন বাসস্ট্যান্ড | আর৭২১ / আর৭৪৮ |
যশোর জেলা
সম্পাদনাএন৭-এর ৫০.৩৭ কিলোমিটার (৩১.৩০ মাইল) যশোর জেলার যশোর সদর ও অভয়নগর উপজেলার মধ্যে রয়েছে।
উপজেলা | অবস্থান | সংযোগস্থলের নাম | সংযুক্ত সড়ক |
---|---|---|---|
যশোর সদর | চুড়ামনকাটি | চুড়ামনকাটি বাজার | জেড৭০৩১ |
যশোর | পালবাড়ি মোড় | এন৭০৭ | |
চাঁচাড়া বাসস্ট্যান্ড | এন৭০৬ | ||
মুরালী মোড় | এন৭০৭ | ||
রাজারহাট মোড় | আর৭৫৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Road Master Plan" (পিডিএফ)। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১২।
বাংলাদেশী সড়ক বা সড়ক পরিবহন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |