এন৬০৪ মহাসড়ক বা পাবনা শহর-গাছপাড়া মহাসড়ক অথবা পাবনা বাইপাস মহাসড়ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জাতীয় মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে রাজশাহী জেলা, কুষ্টিয়া জেলায় প্রবেশ করা যায়।[][] পাবনা বাইপাস মহাসড়ক পাবনা জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এই রাস্তার কারণে পাবনা শহরের অভ্যন্তরে গাড়ির চাপ কমে যায়।

জাতীয় মহাসড়ক ৬০৪ shield}}
জাতীয় মহাসড়ক ৬০৪
পাবনা বাইপাস মহাসড়ক
পথের তথ্য
দৈর্ঘ্য৮ কিমি (৫.০ মা)
প্রধান সংযোগস্থল
পাবনা শহর প্রান্ত:পাবনা বাস টার্মিনাল
গাছপাড়া প্রান্ত:গাছপাড়া বাস স্টপেজ
মহাসড়ক ব্যবস্থা
এন৬০৩ এন৬০৫

দৈর্ঘ্য

সম্পাদনা

পাবনা বাইপাস মহাসড়কের দৈর্ঘ্য ৮ কিলোমিটার বা ৫ মাইলের মত।

উল্লেখযোগ্য সংযুক্ত স্থান

সম্পাদনা

পাবনা বাইপাস সড়ক পাবনা টার্মিলান থেকে গাছপাড়াকে সংযুক্ত করেছে। একটি সড়ক টার্মিলান থেকে গাছপাড়ায় মিশেছে এবং একটি সড়ক পাবনা শহর থেকে গাছপাড়ার মিশেছে, উভয় সড়ক রাজশাহী বা খুলনার দিকে গিয়েছে। এই রাস্তার কিছু উল্লেখযোগ্য সংযুক্ত মোড়ের নামঃ

  • মাসুম বাজার মোড়
  • মেরিল বাইপাস মোড়
  • সিঙ্গাবাজার
  • এ আর সিমেন্ট ফ্যাক্টারির মোড়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Wayback Machine" (পিডিএফ)web.archive.org। ২০১৬-১২-১৩। Archived from the original on ২০১৬-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  2. "ভূমি ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫" (পিডিএফ)