এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢাকার সাভারে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল

এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইএমসিএইচ) বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।[] ২০০৩ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ।[][]

এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের লোগো
প্রাক্তন নাম
এনাম ক্লিনিক
ধরনবেসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০০৩ (2003)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২০০
শিক্ষার্থী৮৫০
স্নাতকএমবিবিএস
অবস্থান,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামইএমসি
ওয়েবসাইটemch.com.bd
মানচিত্র

হাসপাতালটি ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি(এমবিবিএস) ডিগ্রি প্রদান করে থাকে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলকভাবে করতে হয়। ডিগ্রিটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদিত।

অবস্থান

সম্পাদনা

প্রতিষ্ঠানটি সাভার পৌরসভার পার্বতীনগরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্দ্বীপ সড়কের পাশে অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

১৯৮৯ সালে এনামুর রহমান এনাম ক্লিনিক নামে প্রতিষ্ঠিত করেন।[] ডা: এনামুর রহমান সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রথমে ভাড়া বাসায় এনাম ক্লিনিক নামে ছয় শয্যার একটি ছোট ক্লিনিক করেন। পরবর্তীতে ২০০৩ সালে এটি মেডিকেল কলেজে রূপান্তরিত হয় এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণ করা হয়।[][] এরপর ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।[] ২০১৩ সালের রানা প্লাজা ভবন ধসের গার্মেন্টস শ্রমিকদের এই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল।[][]

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বর্তমানে এটি এক হাজার শয্যা বিশিষ্ট একটি বেসরকারি হাসপাতাল এবং এখানে সাত শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।[]

  • স্পন্দন, রক্তদান ও সমাজসেবা বিষয়ক ক্লাব
  • গ্যাংলিয়ন, বিতর্ক বিষয়ক ক্লাব
  • অগ্নিবীণা, সাংস্কৃতিক বিষয়ক ক্লাব
  • ফ্রিডম, খেলাধুলা বিষয়ক ক্লাব
  • অনিন্দো- সাহিত্য, আলোকচিত্ৰ ও নাটক বিষয়ক ক্লাব

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এনাম মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট : সংগৃহিত: ২৭ নভেম্বর, ২০১৫
  2. "JU BCL man injured by fellows"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  3. "Child worker killed in workplace accident"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  4. "INSIDE ENAM MEDICAL COLLEGE HOSPITAL"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১২ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  5. "Enam Medical College & Hospital"emcbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  6. "রানা প্লাজা ধস; চিকিৎসক থেকে এমপি এনাম - banglanews24.com (২৪ এপ্রিল, ২০১৪)"। ১০ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭ 
  7. "Death toll from factory collapse now 200" (ইংরেজি ভাষায়)। The Australian। ২৫ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  8. "Quest for dawn ends in darkness"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭