এনবিসি স্পোর্টস গ্রুপ
এনবিসি স্পোর্টস গ্রুপ এনবিসি ইউনিভার্সালের একটি শাখা। এনবিসি স্পোর্টসের যাবতীয় গণমাধ্যম সংক্রান্ত বিষয়গুলো এটি পরিচালনা করে থাকে। এনবিসির টেলিভিশন নেটওয়ার্কগুলো ছাড়াও এনবিসি স্পোর্টস রেডিও ও কেবল নেটওয়ার্কসমূহের ব্যবস্থাপনার ভারও এর উপর ন্যস্ত।
ধরন | বিভাগ |
---|---|
শিল্প | টেলিভিশন (প্রধানত) |
প্রতিষ্ঠাকাল | ২০১১ |
সদরদপ্তর | স্ট্যামফোর্ড,কানেটিকাট , যুক্তরাষ্ট্র |
প্রধান ব্যক্তি | মার্ক লাজারাস (চেয়ারম্যান) |
মালিক | এনবিসি ইউনিভার্সাল (কমকাস্ট) |
মাতৃ-প্রতিষ্ঠান | এনবিসি ইউনিভার্সাল টেলিভিশন অ্যান্ড স্ট্রিমিং |
বিভাগসমূহ |
|
অধীনস্থ প্রতিষ্ঠান |
|
ওয়েবসাইট | nbcsportsgrouppressbox |
ইতিহাস
সম্পাদনাকমকাস্ট স্পোর্টস গ্রুপে এনবিসি স্পোর্টস গ্রুপের আদি ইতিহাস নিহিত। কমকাস্ট স্পোর্টস গ্রুপ গলফ চ্যানেল ও ভার্সাস কেবল নেটওয়ার্কের যাবতীয় কার্যক্রম পরিচালনা করত। পাশাপাশি আঞ্চলিক ক্রীড়া সম্প্রচার নেটওয়ার্ক কমকাস্ট স্পোর্টসনেটের মালিকানাও এর আওতাধীন ছিল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে কমকাস্ট এনবিসি ইউনিভার্সালের অধিকাংশ শেয়ার ক্রয় করে নেয়। এনবিসি স্পোর্টস গ্রুপ নাম দিয়ে তিনটি নেটওয়ার্ককে একাধারে অধিগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিক এবেরসল এর চেয়ারম্যান পদে নিযুক্ত হন। [১][২][৩] টার্নার এন্টারটেইনমেন্ট গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান মার্ক লাজারাস এনবিসি স্পোর্টস কেবল গ্রুপের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কমকাস্ট স্পোর্টস গ্রুপের প্রেসিডেন্ট জন লিটনার কমকাস্ট স্পোর্টস নেট ও ভার্সাসের সভাপতি পদে অধিষ্ঠিত হন। অপরদিকে এনবিসি স্পোর্টসের নির্বাহী প্রধান মাইক ম্যাককার্লে গলফ চ্যানেলের দায়িত্ব গ্রহণ করেন। জন মিলার এনবিসি স্পোর্টস ও ভার্সাসের সহসভাপতি পদে নিযুক্ত হন। [৪]
২০১১ সালের মে মাসে লাজারাস চেয়ারম্যান পদে এবেরসলের স্থলাভিষিক্ত হন। [৫] ২০০৮ সালের জুনে এনবিসি স্পোর্টস গ্রুপ এমটিভি মিউজিক নেটওয়ার্কের কাছে ক্রীড়াসংক্রান্ত যে শেয়ারগুলো বিক্রি করে, ২০১১ সালের জুনে সেগুলো পুনরায় কিনে নেয়। ২০১২ সালের ১ জানুয়ারি ভার্সাসের নাম পাল্টে রাখা হয় এনবিসি স্পোর্টস নেটওয়ার্ক।[৬]
২০১২ সালের ৯ ডিসেম্বর এনবিসি স্পোর্টস গ্রুপ ও ইয়াহুর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। [৭] এর ফলে ইয়াহু স্পোর্টসের বিজ্ঞাপনী দক্ষতা, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সম্প্রচার ও জনপ্রিয় ক্রীড়াপণ্য এবং এনবিসি স্পোর্টসের বর্ধিষ্ণু ডিজিটাল সম্পদের অনন্য সম্মিলন সৃষ্টি হয়।
২০১৩ সালের ১৮ মার্চ এনবিসি স্পোর্টস ও এনবিএসএনের যাবতীয় কার্যক্রম কানেটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ড শহরের একটি স্থাপনায় সূচিত হয়। কানেটিকাট অঙ্গরাজ্য করছাড় দিতে শুরু করলে এর সুযোগ নেওয়ার জন্যই এনবিসি স্পোর্টস সেখানে স্থানান্তরিত হয়। এনবিসি দিবাকালে সম্প্রচারিত কথোপকথন অনুষ্ঠানের প্রেক্ষাপটে ইতোপূর্বেও এ করছাড় সুবিধা গ্রহণ করে।
হিস্পানিক ভাষায় ক্রীড়া কার্যক্রম সম্প্রচারেরর জন্য তেলিমুন্দো দিপোর্তেজ প্রতিষ্ঠা করা হয়। ২০১৫ সালের মে মাসে এনবিসি ইউনিভার্সাল হিস্পানিক গ্রুপের চেয়ারম্যান জো উভা এবং মার্ক লাজারাস এটি চালু করার ঘোষণা প্রদান করেন। তেলিমুন্দো দিপোর্তেজকেও স্ট্যামফোর্ডে স্থানান্তরিত করার ব্যাপারে চিন্তা করা হচ্ছিল। [৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "MediaPost Publications NBC Sports Brand Going Local 05/04/2011"। web.archive.org। 9 মে, 2011। Archived from the original on ৯ মে ২০১১। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "MediaPost Publications NBC Steps Up Branding For Comcast Sports Nets 05/10/2011"। web.archive.org। 11 মে, 2011। Archived from the original on ১১ মে ২০১১। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "NHL News, Scores, Videos, Standings and Schedule | Sporting News"। www.sportingnews.com।
- ↑ "Mark Lazarus to Head NBC Sports Group's Executive Team"। 2 ফেব, 2011। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ Sandomir, Richard (19 ডিসেম্বর, 2011)। "More Low-Key Than His Predecessor, NBC Sports Chief Still Aims High (Published 2011)" – NYTimes.com-এর মাধ্যমে। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ http://www.philly.com/philly/sports/126495098.html
- ↑ Stelter, Brian (9 ডিসেম্বর, 2012)। "In Bid for Sports Dominance, Yahoo and NBC Make Web Deal"। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ Petski, Denise; Petski, Denise (12 মে, 2015)। "NBCUniversal Hispanic Group Unveils CultureFirst, NBC Deportes, Telemundo & NBC Universo 2015-16 Lineup, More — Upfronts"। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- allisports.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০১৬ তারিখে
- playmaker.media ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে
- sportsengine.com